নয়াদিল্লি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার একটি স্কুল স্বর্ণময়ী শাসমল শিক্ষা নিকেতন। স্কুলের আর্থিক অবস্থা দুর্বল। তাই সাহায্য চেয়ে দুবছর আগে মাস্টার ব্লাস্টারের কাছে চিঠি পাঠিয়েছিলেন তাঁরা।


সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সচিন তেন্ডুলকর। স্থানীয় এলাকা উন্নয়নের জন্য সাংসদ তহবিল থেকে ৭৬ লক্ষ টাকা ওই স্কুলকে দান করেছেন তিনি। আরও একবার প্রমাণ করে দিলেন শুধু ক্রিকেটের ময়দানেই নন, অফ ফিল্ডেও সেরা তিনি।

জানা গিয়েছে, সচিনের অনুদান পৌঁছে গিয়েছে স্কুলের কাছে। সেই টাকা দিয়ে চলছে লাইব্রেরি, ল্যাবরেটরি, কমন রুম তৈরির কাজ। স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই তাঁদের। তিনি আরও জানিয়েছেন, নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সচিনকে আমন্ত্রণ জানানোর কথা ভাবনা চিন্তা করছেন তাঁরা।