কলকাতা: রবিবার পুরভোট। তার আগে ফুলবাগানে আজ ভোটের প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গোয়া থেকে ফিরেই এদিন সভা করেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যা যা কথা দিয়েছিলাম, সবটা রেখেছি। এই দু’টো কাজ নিয়ে মাঠে নেমেছি। এরপর পয়লা জানুয়ারি স্টুডেন্ট ডে পালন করব। যতটা পেরেছি, সব করে দিয়েছি। জানুয়ারিতে আবার দুয়ারে ক্যাম্প শুরু হবে। আমরা যা বলি, ৩-৪ মাসের মধ্যে করে দিই, এটাই বাকিদের সঙ্গে আমাদের পার্থক্য।" 


তৃণমূল সুপ্রিমোর কথায়, "জানি মানুষ বুদ্ধিমান। তৃণমূলকেই মানুষ চায়। কারণ তৃণমূল সাজিয়েছে এই শহরকে। পলতায় জল পরিশ্রুত করার প্রকল্প চালু হয়েছে। বেলেঘাটা, মানিকতলা এলাকায়। নিকাশি, খাল ৩২০ কিমি পলি উত্তোলন করা হবে। বাগজোলা খাল-সহ একাধিক খাল ম্যালেরিয়া, ডেঙ্গি প্রতিরোধে কাজ করতে হবে। টালা ট্যাঙ্ককে ঢেলে সাজানো হচ্ছে। ধাপায় জয় হিন্দ জল প্রকল্প করা হয়েছে। এর ফলে লক্ষাধিক মানুষ জল পেয়েছে। ২০২৪-এর মধ্যে গ্রামবাংলায় এমন একটাও ঘর থাকবে না, সেখানে পাইপ বাহিত জল পৌঁছে যাবে।" 


আরও পড়ুন, KMC Election 2021: 'ওমিক্রন মারাত্মক কিছু নয়, ছোঁয়াচে কিন্তু মৃত্যুভয় কম', রাজ্যবাসীকে আশ্বাস মমতার


তিনি এও বলেন, " আগে জলের কষ্ট ছিল এলাকায়। আমাকে কেন্দ্র চাপ দিয়েছে জলের ওপর ট্যাক্স বসাতে। আমি বলে দিয়েছি হবে না। জল সবাইকে পৌঁছে দিতে চেষ্টা করেছি। বাকিদেরও হবে। রাস্তা, উড়ালপুল, মেট্রো দিয়ে শহর, ৮০০ কিমি ফুটপাথ মেরামতি, সবই আমি করেছি। টালা ব্রিজ হচ্ছে। মাঝেরহাট হয়েছে। একাধিক প্রজেক্ট চলছে। সবকিছু আগামী দিনে হবে।" 


তবে বাংলাতেও ডিজিটাইলাইজেশন হবে সব সরকারি কাজ এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, আস্তে আস্তে অনলাইনে চলে যেতে হবে। এখন তো অনলাইনে সব কিছু। অনলাইনে বাড়ির পারমিশন। আগামী দিনে ইন্ডাস্ট্রির জন্য, বাড়ির জন্য, আলো, জল, যা দরকার, অনলাইনে চাইবেন, ৭ দিনে পারমিশন দেবেন।আমি কবার মুখ দেখে কাজ করি? আমার কাছে ইনফো এলেই কমিউনিকেশন করে কাজ করে দিই। এযুগে নেতা তারাই, যারা মানুষের কাজ করে, মানুষকে বোঝে।