হুগলি: কথায় বলে, পুকুর চুরি! হুগলির পোলবায় তো রীতিমতো 'নদী চুরি' হয়ে যাচ্ছে। চাঞ্চল্যকর এমনই অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।


বাড়ির পিছন দিয়ে বয়ে গেছে কুন্তী নদী। আর বাড়ি বাঁচাতে গিয়ে, নদী পারের একটা বড় অংশ মাটি ফেলে ভরাট করে দিয়েছেন কেশব ঘোষ।


চমকে দেওয়ার মতো আরও বিষয় হল, সরকারি প্রকল্পের বরাত নিয়ে লাইটপোস্ট তৈরি হয় তাঁর কারখানায়। মাটি ফেলার পর সেই পোস্ট দিয়েই ভরাট করা নদীর অংশে গার্ডরেল দিয়েছেন এই ব্যবসায়ী।


যদিও বুলডোজারের চাপে সেই পোস্টগুলির এখন এই অবস্থা। বাড়ি ধসে যাওয়ার আশঙ্কায় তাঁর এই পন্থা বলে স্বীকারও করেছেন ব্যবসায়ী। বলেছেন, বাড়ি নদী গর্ভে চলে যেতে পারে সেই কারনে মাটি ফেলে জমির ধ্বস আটকাতে চাইছিলেন।


ব্যবসায়ীর এই ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও। প্রকাশ্যে এভাবে নদী চুরির ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজাও। বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতেই এসব হচ্ছে। পোলবার বিজেপি নেতা সরোজ ঘোষ বলেন, নদী ভরাট করে বিল্ডিং করছে আর কেউ কিছু বলছে না,তৃণমূলের নেতাদের মদতে এসব কাজ চলছে।


যদিও ব্যবসায়ীর এই কীর্তিকলাপ ভালভাবে নেয়নি তৃণমূল পরিচালিত জেলা পরিষদ। তৃণমূল নেতা ও কর্মাধ্যক্ষ (কৃষি ও সেচ) মনোজ চক্রবর্তী বলেন, নদী ভরাট বেআইনি আমরা বিএলআরও এবং জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে সরেজমিনে তদন্ত করতে পাঠাচ্ছি। যদি প্রমাণিত হয় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


শোরগোল পড়ে যাওয়ার পর আপাতত নদীর পার ভরাটের কাজ বন্ধ রেখেছে ব্যবসায়ী।এখন দেখার, প্রশাসন তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়।