কুশমণ্ডিতে মানসিক ভারসাম্যহীনকে গণধর্ষণ, নির্যাতনের পর ২৪ ঘণ্টা ঘটনাস্থলেই পড়ে ছিলেন তরুণী, গ্রেফতার দুই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Feb 2018 08:31 AM (IST)
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে গণধর্ষণের পর ২১ বছরের ওই মানসিক ভারসাম্যহীন আদিবাসী তরুণীর গোপনাঙ্গে লোহার রড ঢোকানো হয়। শনিবার ঘটেছে এই ঘটনা। এখনও ওই তরুণীর জ্ঞান ফেরেনি। কুশমণ্ডি পুলিশ অপেক্ষা করছে তাঁর জ্ঞান ফেরার জন্য। তারপর বয়ান নেওয়া হবে। জানা গিয়েছে, গ্রামের মেলা দেখে শনিবার রাতে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। তখনই তাঁর ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। ধর্ষণের পর নির্ভয়ার ঘটনার ধাঁচে তাঁর গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়। এরপরেও তাঁকে কেউ হাসপাতালে নিয়ে যায়নি, প্রায় ২৪ ঘণ্টা তিনি ঘটনাস্থলেই পড়েছিলেন। রবিবার বিকেলে স্থানীয় এক বাসিন্দা তাঁকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তদন্তে নেমে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমে রামপ্রবেশ শর্মা নামে একজনকে গ্রেফতার করা হয়। কিছুক্ষণ পরে ধরা পড়ে দ্বিতীয় অভিযুক্ত। নিগৃহীতা এখন ভর্তি মালদার হাসপাতালে আইসিইউতে। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ সুপারস্পেশালিটি হাসপাতালে, সেখানে অস্ত্রোপচার হয় তাঁর। কিন্তুপ অবস্থার উন্নতি না হলে তাঁকে মালদা মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেন চিকিৎসকরা। তিনি এখন সেখানে মৃত্যুর সঙ্গে লড়ছেন।