কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় জলপাইগুড়িতে গৃহবধূকে মারধর, বাঁচাতে গিয়ে আক্রান্ত স্বামী
Web Desk, ABP Ananda | 11 Mar 2018 11:42 AM (IST)
জলপাইগুড়ি: কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় গৃহবধূকে রাস্তায় আটকে মারধরের অভিযোগ। বাঁচাতে গেলে মহিলার স্বামীকে ভোজালির কোপ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পান্ডাপাড়া চেকপোস্ট এলাকায়। ওই মহিলার অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁকে উত্যক্ত করত শিবু নামে এলাকারই এক যুবক। শুক্রবার তাঁকে মারধর করা হয়। এটিএম কার্ডও ছিনিয়ে নেওয়া হয়। তাঁকে বাঁচাতে গেলে স্বামীকে ভোজালির কোপ মারা হয়। গুরুতর জখম অবস্থায় ওই মহিলার স্বামীকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শিবু।