টিভিতে ক্রাইমের ধারাবাহিক দেখে ফাঁসির দৃশ্য নকল করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু নাবালিকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Sep 2017 12:00 PM (IST)
জলপাইগুড়ি: টিভি দেখে ফাঁসির দৃশ্য নকল করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু সাত বছরের নাবালিকার। জলপাইগুড়ির কোতোয়ালি থানার অরবিন্দ গ্রামে ঘটেছে এই ঘটনাটি। পরিবারের দাবি, ক্রাইম সিরিয়াল দেখতে ভালবাসত ক্লাস ওয়ানের ওই ছাত্রী। আত্মঘাতী হওয়ার পদ্ধতি নিয়েও অনেকবার জিজ্ঞেস করে বলে দাবি মৃতার মায়ের। গতকাল দুপুরে সাত বছরের মেয়ে ও ৪ বছরের ছেলেকে বাড়িতে রেখে বেড়িয়েছিলেন দম্পতি। বিকেল চারটের সময় ফিরে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান মা। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে।