West Bengal News Live: রাজ্যে কিছুটা বাড়ল সুস্থতার হার, মৃত্যু ১১ জনের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.২৫ শতাংশ।
অন্য রাজ্য থেকে বাংলায় আসতেই পারে ডেল্টা স্ট্রেন। তবে ভয়ের কোনও কারণ নেই। দাবি ফিরহাদ হাকিমের।
কালচিনিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। জেলা কার্যালয়ে কালচিনি ব্লক তৃণমূল কর্মীদের বিক্ষোভ, স্লোগান। বিক্ষোভ দেখানোর পর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন বিক্ষুব্ধরা। সেই বৈঠকে অবশ্য কোনও সমাধান সূত্র মেলেনি। যদিও, অসন্তোষের কথা মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূল আসলে সার্কাসের দল। কটাক্ষ বিজেপির।
তৃণমূল-বিজেপির বাগযুদ্ধ তীব্র হল সোশাল মিডিয়ায়। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি ফেসবুক পোস্টে অভিযোগ করেন, কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নামে টাকা তুলছে তৃণমূল। পাল্টা বিজেপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে শাসক দল।
ঘরে বসে কাজ, বাইরে যাতায়াত বন্ধ। বাড়ছে ওজন, এর ফলে ক্রমশ ক্ষয় হচ্ছে শিরদাঁড়ার। বাড়ছে রোগীর সংখ্যা। কম সময়ে কীভাবে অস্ত্রোপচার করা যায়, তা নিয়ে কর্মশালার আয়োজন হল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায়। কীভাবে ছোট ছিদ্র করে, দ্রুত অপারেশন সম্পন্ন হয়, তা শেখাতে শুক্রবার কর্মশালার আয়োজন হয় মল্লিকবাজারের ইন্সিটিটিউট অফ নিউরো সায়েন্সেসে।
জটিল ডায়াবেটিসে আক্রান্ত ১৫ বছরের কিশোরী। ভর্তি পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ-এ। কর্তৃপক্ষের দাবি, পরিবারের তরফে জানানো হয়েছে, তারা চিকিত্সার খরচ চালাতে পারছেন না। আপাতত কিশোরীর চিকিত্সার ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষই।
ভুয়ো নথি দেখিয়ে ওষুধের দোকানের লাইসেন্স তৈরি বড়সড় চক্রের হদিশ পেল বারাসাত থানার পুলিশ। গতকাল রাতে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বাড়ি মালদা ও বীরভূম জেলায় বলে জানা গেছে। গতকাল বারাসাতে ড্রাগ কন্ট্রোল দফতরে তাঁরা এসেছিল ওষুধের দোকানের লাইসেন্স এর কাগজপত্রের পরীক্ষা করাতে। তখনই দফতরের আধিকারিকদের নজরে আসে এই গরমিল। দেখা যায় যারা লাইসেন্সের জন্য আবেদন করেছেন তারা না এসে অন্য ব্যক্তি এবং অন্যের নথি নিয়ে এসেছিল ওরা। পুলিশ মনে করছে এদের সঙ্গে বড়সড় চক্রের যোগ রয়েছে যারা নকল নথি দিয়ে এই ধরনের ওষুধের দোকানের লাইসেন্স পাইয়ে দেয়।
টানা বৃষ্টিতে কালিম্পঙের ২৯ মাইলে ধস। বাংলা থেকে সিকিম যাওয়ার রাস্তায় ধস। গত মাসে প্রবল বৃষ্টিতে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে ধস নেমছিল। ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস। এর জেরে বিপর্যস্ত হয়েছে যান চলাচল।
টিকাকরণের পর শিশুর মৃত্যু, এমনটাই অভিযোগ করে স্বাস্থ্য কেন্দ্রের মৃত শিশুকে নিয়ে এসে বিক্ষোভ দেখালেন শিশু পরিবারের লোকজন ও স্থানীয়রা। শুক্রবার নিতুড়িয়া থানা অন্তর্গত রায়বাঁধ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এলাকায়।
শুক্রবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুসারে রাজ্য গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৬৮৬ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। কমছে সক্রিয় রোগীর সংখ্যা। রাজ্য এদিন পরীক্ষা হয়েছে প্রায় ৪৩.৫ হাজার নমুনা। রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.২৫ শতাংশ।
কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ। পাশাপাশি বৃদ্ধা রোগীকে খাবার এবং পানীয় জল না দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ রোগীর প্রতিবেশীদের। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তারা এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখবেন।
বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। আগামী সোমবার তৈরি হতে পারে নিম্নচাপ।দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
রাজনৈতিক প্রতিহিংসায় ভোটের আগে তৎপর ইডি-সিবিআই। অভিষেককে ইডির তলবের তীব্র আক্রমণ করেছে তৃণমূল। পাশাপাশি তোপ দেগেছেন মদন মিত্রও। নারদকাণ্ডে ইডির চার্জশিট নিয়ে তৃণমূল বিধায়ক মদন মিত্রের কটাক্ষ, "ভাগ্যিস চার্জশিটে নাম আছে, নাহলে বলা হত সেটিং হয়ে গেছে।"
লকার খুলতেই ভরি ভরি সোনার বিস্কুট, বাট, গয়নার হদিশ। শ্যামাপ্রসাদ-ঘনিষ্ঠের লকারে ৩ কেজি সোনার ভাণ্ডার!নামে-বেনামে প্রচুর জমি, টাকা, সোনা পাওয়ার দাবি পুলিশের। শ্যামাপ্রসাদ-ঘনিষ্ঠ রামশঙ্করকে নিয়ে ব্যাঙ্কের লকারে হানা। শ্যামাপ্রসাদের নামে-বেনামে ২২টি জমির হদিশ পাওয়ার দাবি পুলিশের। ব্যাঙ্ক-ডাকঘরে একাধিক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়ার দাবি।
রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে গঠিত সিট-এর নজরদারিতে থাকছেন কলকাতা ও বোম্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। তিনি সিট এর তদন্তের তদারকি করবেন। আদালত সূত্রে খবর, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে না পাওয়ার কারণে হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকেই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ।
ভোট পরবর্তী সন্ত্রাস-মামলায় সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিট জমা পড়ল। হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরুর ৮দিনের মাথায় দ্বিতীয় চার্জশিট। ভাটপাড়ায় বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব খুনের মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। ব্যারাকপুর আদালতে ৪ জনের বিরুদ্ধে সিবিআইয়ের এই চার্জশিট পেশ। ৬ জুন ভাটপাড়ায় বিজেপি কর্মীকে বোমা মেরে খুনের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল সিবিআই।
মাস্ক না পরায় মসলন্দপুর থেকে ২৫ জনকে গ্রেফতার করল পুলিশ । আজ দুপুরে মসলন্দপুর বাজার এবং মসলন্দপুর তিন রাস্তার মোড়ে অভিযান চালায় পুলিশ ।
রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নেমে জগদ্দল থেকে রতন হালদার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর জগদ্দলের বাসিন্দা শোভারানি মণ্ডলের বাড়িতে হামলা চালায় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। শোভারানির ছেলে বিজেপি করেন। তাঁর ওপর হামলা হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন শোভারানি। পরে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় এক অভিযুক্ত রতন হালদারকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে সিবিআই।
বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তবে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। মত তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর বাড়ির সামনে কোনওরকম বিক্ষোভ করা যাবে না। দুপুরের মধ্যে প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসস্থান সহ যেখানে যত তালা ঝোলানো ছিল, সব তালা ভেঙে দিতে হবে শান্তিনিকেতন থানাকে, অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশের পরই তত্পর হয় পুলিশ। ক্যাম্পাসের মধ্যে থাকা অস্থায়ী মঞ্চ খুলে ফেলা হয়। খুলে ফেলা হয় সব পোস্টার প্ল্যাকার্ডও। ক্যাম্পাস থেকে ৫০ মিটার দূরে গিয়ে আন্দোলন করতে পারবেন পড়ুয়ারা, জানিয়েছে আদালত।
গত দুদিনের মত আজকেও নন্দীগ্রামের চিল্লগ্রামে যায় সিবিআইয়ের এক প্রতিনিধি দল। ৩ মে এই গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে মারধর করা হয় বলে অভিযোগ। ১৩ মে এসএসকেমে তাঁ র মৃত্যু হয়। সেই ঘটনার তদন্ত করতে ফের আজকে চিল্লগ্রামে যায় সিবিআই।
ডিজিপি পদে নিয়োগের ক্ষেত্রে UPSC-র ভূমিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। চালু প্রথা হল, ডিজিপি পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যে তালিকা তৈরি হয়, তাতে ভূমিকা থাকে UPSC-রও । রাজ্য সরকার আবেদন করে, UPSC-কে বাদ রেখে ডিজিপি পদে নিয়োগের ক্ষমতা রাজ্য সরকারকে দেওয়া হোক। কিন্তু সেই আবেদনে খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। পুলিশ রিফর্ম নিয়ে ২০০৭ সালের মূল মামলার শুনানি রয়েছে আগামী অক্টোবরে। সেই সময় রাজ্যকে তাদের মতামত জানাতে বলেছে সুপ্রিম কোর্ট।
রাজ্যে ৭ বিধানসভা আসনে দ্রুত ভোট চেয়ে হাইকোর্টে মামলা।হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের।আইনজীবী রমাপ্রসাদ সরকার দ্রুত ভোট চেয়ে মামলা দায়ের করেন।৮ সেপ্টেম্বর শুনানির সম্ভাবনা
মালদায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই ৭ টি দোকান। মাছের আড়ত। ক্ষয়ক্ষতি কয়েক লক্ষ টাকা। বৃহস্পতিবার গভীর রাতে লাগে আগুন। হরিশ্চন্দ্রপুর থানা সংলগ্ন হরিশ্চন্দ্রপুর হাটপাড়ায়। খবর পেয়ে রাত ২ টা নাগাদ দমকলের গাড়ি আসে আগুন নেভাতে। কি করে আগুন লাগলো ক্ষতিয়ে দেখছেন পুলিশ ও দমকলকর্মীরা।
পুরানো শত্রুতার বদলা নিতেই পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানের উপর হামলার অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা। ঘটনাটি সোনারপুরের কালিকাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েতের প্রধান মাধব মন্ডলের উপর হামলায়। ঘটনায় অল্পবিস্তর আহত হয়েছেন প্রধান। প্রাথমিক চিকিৎসা করা হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। পঞ্চায়েত অফিসে কর্তব্যরত পুলিশ কর্মীদের চেষ্টায় রক্ষা। ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মানিক ভট্টাচার্যকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানার নির্দেশ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য।জরিমানার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।১৯ জন মামলাকারীর প্রত্যেককে ২০ হাজার টাকা করে দিতে হবে তাঁকে।জরিমানা দিতে হবে মানিক ভট্টাচার্যের নিজস্ব রোজগারের টাকায়।২০১৪ সালের প্রাথমিকের টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল।যাঁরা ওই প্রশ্নের উত্তর দিয়েছেন তাঁদের পুরো নম্বর দেওয়ার কথা ছিল।কিন্তু এখনও পর্যন্ত সেই নম্বর দেওয়া হয়নি।সেই কারণে হেনস্থার শিকার হয়েছেন চাকরিপ্রার্থীরা।সেই কারণেই জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বাসের ডান দিকের সামনের চাকা ফেটে দুর্ঘটনা।নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা একটি দোকানে।দুর্ঘটনায় জখম ৫। মেমারি থানার তক্তিপুর এলাকার ঘটনা।
যে ১২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের দাবি করা হচ্ছে, তার কোনও বাস্তব চিত্র দেখা যাচ্ছে না। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে ফের প্রশ্ন তুললেন রাজ্যপাল। অতীতে সুফল না মেলায়, ভাইব্র্যান্ট গুজরাতে অংশ নেয়নি ব্রিটেন। পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল।
যে ১২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের দাবি করা হচ্ছে, তার কোনও বাস্তব চিত্র দেখা যাচ্ছে না। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে ফের প্রশ্ন তুললেন রাজ্যপাল। অতীতে সুফল না মেলায়, ভাইব্র্যান্ট গুজরাতে অংশ নেয়নি ব্রিটেন। পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল।
মুর্শিদাবাদের রানিনগরে আক্রান্ত কংগ্রেস কর্মীদের বাড়ি যাওয়ার পথে রাস্তায় বিক্ষোভের মুখে পড়লেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির গাড়ি ঘিরে কালো পতাকা দেখানো হয়। বেগতিক দেখে তাঁর গাড়ি ঘিরে দাঁড়িয়ে পড়েন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও পুলিশ কর্মীরা।
সহযোগীদের বিরুদ্ধে ব্যবসার সরঞ্জাম চুরির অভিযোগ এনে আলিপুর আদালতের দ্বারস্থ হলেন পদ্মশ্রী পূর্ণদাস বাউলের পুত্রবধূ। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত লেক থানাকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ঘটনায় জয়েন্ট সিপি ক্রাইমকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন শিল্পী স্বয়ং।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কোনও বিক্ষোভ করা যাবে না । বিশ্ববিদ্যালয়ের ৫০ মিটারের মধ্যে কোনও বিক্ষোভ নয়।বিশ্বভারতী মামলায় অন্তর্বর্তীকালীন নির্দেশ কলকাতা হাইকোর্টের।বিশ্ববিদ্যালয়ের কোনও কর্মীকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া যাবে না।বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় কোনওরকম মাইকের ব্যবহার করা যাবে না।উপাচার্যের বাসস্থান সহ যেখানে তালাবন্ধ আছে তালা ভেঙে দিতে হবে ।দুপুর তিনটে থেকে তালা ভেঙে দিতে হবে শান্তিনিকেতন থানার পুলিশকে
নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দুটি পূর্ণবয়স্ক সাদা ময়ূর উদ্ধার করল বিএসএফ
ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিট-এর মাথায় মঞ্জুলা চেল্লুর।তিনি কলকাতা ও বোম্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি।সিট এর তদন্তের তদারকি করবেন মঞ্জুলা চেল্লুর।ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় আজ ফের বসছে হাইকোর্ট।নারদকাণ্ডের মূল মামলার শুনানি হয়েছিল মঞ্জুলা চেল্লুরের এজলাসেই
রাণীনগরে কংগ্রেস কর্মী ঝড়ু মণ্ডল সহ বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর, লুটপাট, পুকুরের মাছ ধরে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । আক্রান্তদের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি মদতেই গতকাল দিনের আলোতে এই অত্যাচার হয়েছে এবং লুটপাটের ঘটনা ঘটেছে। যদিও তৃণমূল ব্লক সভাপতি অভিযোগ অস্বীকার করেছেন।
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে সিবিআই নামার পর ভয় পেয়েছে তৃণমূল। তাই কেউ বাড়ি ছেড়ে পালাচ্ছে, কেউ বিজেপির লোকদের ডেকে টাকা ফেরত দিচ্ছে। সিবিআই তদন্ত নিয়ে রাজ্যের শাসকদলকে এই বলেই কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।
অনলাইনে পড়াশোনার মাঝেই, বাড়ছে অনলাইম গেমের প্রতি আসক্তি। বাচ্চাদের আচার-আচরণ বদলে যাচ্ছে। এই পরিস্থিতিতে, অনলাইন গেমগুলি বন্ধ বা নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে, স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছেন পেশায় আইনজীবী একদল অভিভাবক।
ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় আজ ফের বসছে হাইকোর্ট।ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি-সহ ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ।
সন্ত্রাসের তদন্তে প্রয়োজনীয় নির্দেশ দিতে বসছে বৃহত্তর বেঞ্চ।‘সিটের পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের কোন অবসরপ্রাপ্ত বিচারপতি?তা নিয়ে আজ নির্দেশ দিতে পারে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ’,হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ নিয়ে অনুমান আইনজীবীদের একাংশের।‘পরবর্তী পর্যায়ে কোন ডিভিশন বেঞ্চে মামলার শুনানি’,তা নিয়েও হাইকোর্ট নির্দেশ দিতে পারে বলে আইনজীবীদের অনুমান
প্রথম ডোজের পর, কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য দ্বিতীয় ডোজের ব্যবস্থা করল এসবিআইয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সাড়ে তিনশোজনকে দেওয়া হয় ভ্যাকসিন। যেসব কর্মীদের আর্থিক অবস্থা ভাল নয়, তাঁদের ভ্যাকসিন দেওয়া হয় বিনামূল্যে।
বিশ্বভারতীর অচলাবস্থা নিয়ে তৃণমূলকেই দুষলেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী একদিকে বলছেন তিনি বিশ্বভারতীর জন্য গর্বিত, আর তাঁর দলের লোকেরা ওই প্রতিষ্ঠানের মর্যাদাহানি করার ব্যবস্থা করেছে।
ছাত্র-বিক্ষোভের মধ্যে হঠাৎ অসুস্থ বিশ্বভারতীর উপাচার্য। বিক্ষোভকারীদের বাধার মুখে ফিরতে হয় চিকিৎসকদের। এদিকে, বিশ্বভারতীর ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন শান্তিনিকেতনের আশ্রমিকদের একাংশ। উপাচার্যের অভিযোগ, তাঁকে বন্দি করে রাখা হয়েছে। শিশুদের দুধ পর্যন্ত আনতে দেওয়া হচ্ছে না
নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজ জবরদখল তুলতে না পারায় এতদিন আটকে ছিল। মন্ত্রী সুজিত বসুর হস্তক্ষেপে অবশেষে জট কাটল। রেলের সঙ্গে রাজ্যের আলোচনায় সমাধানসূত্র মিলেছে বলে সূত্রের খবর। যাঁরা উচ্ছেদ হবেন, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা রাজ্য করবে বলে জানিয়েছেন মন্ত্রী।
করোনা পরিস্থিতির মধ্যেই নতুন আতঙ্ক হাজির কলকাতায়! মহানগরে মিলেছে মশার নতুন প্রজাতি এডিস ভিট্টেটাস। কলকাতা পুরসভা সূত্রে খবর, দক্ষিণ কলকাতা থেকে মিলেছে নতুন প্রজাতির মশার লার্ভা। পতঙ্গবিদরা বলছেন, ডেঙ্গি, চিকুনগুনিয়া থেকে শুরু করে জিকা ভাইরাসের অন্যতম বাহক এডিস ভিট্টেটাস।
রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নেমে জগদ্দল থেকে রতন হালদার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর জগদ্দলের বাসিন্দা শোভারানি দাসের বাড়িতে হামলা চালায় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। শোভারানির ছেলে বিজেপি করেন। তাঁর ওপর হামলা হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন শোভারানি। পরে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় এক অভিযুক্ত রতন হালদারকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে সিবিআই।
আজ দিল্লিতে বৈঠকে বসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যে বিধানসভা উপনির্বাচন নিয়ে বিভিন্ন দল যে সব মতামত জানিয়েছে, তা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা। সেইসঙ্গে কোভিড বিধি মেনে উপনির্বাচনের প্রচারের গাইডলাইন কী হবে, তা নিয়েও পর্যালোচনা হওয়ার কথা বৈঠকে
ভুয়ো নথি দেখিয়ে ওষুধের দোকানের লাইসেন্স করিয়ে দেওয়ার বড় চক্রের পর্দাফাঁস। গতকাল উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা বীরভূম ও মালদার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, লোকের থেকে টাকা নিয়ে ভুয়ো নথি দেখিয়ে ওষুধের দোকানের লাইসেন্স করিয়ে দেওয়ার চক্র চালাত অভিযুক্তরা। ওই চক্রে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ভুয়ো নথি দেখিয়ে ওষুধের দোকানের লাইসেন্স করিয়ে দেওয়ার বড় চক্রের পর্দাফাঁস। গতকাল উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা বীরভূম ও মালদার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, লোকের থেকে টাকা নিয়ে ভুয়ো নথি দেখিয়ে ওষুধের দোকানের লাইসেন্স করিয়ে দেওয়ার চক্র চালাত অভিযুক্তরা। ওই চক্রে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
কাটোয়া মহকুমা হাসপাতালের আবর্জনার স্তূপ থেকে এলাকায় ছড়াচ্ছে দূষণ। বারবার বলেও কাজ না হওয়ার অভিযোগে, সুপারের অফিসের সামনে আবর্জনা ফেলে প্রতিবাদ জানালেন এলাকাবাসী। যদিও সুপারের দাবি, আবর্জনা সাফাইয়ের জন্য বেসরকারি সংস্থা কাজ না করায় এই পরিস্থিতি।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। ফলে জেলায় কমানো হচ্ছে কোভিড হাসপাতালের সংখ্যা। ১২ থেকে কমে কোভিড হাসপাতালের সংখ্যা হচ্ছে ২। এবার থেকে শুধুমাত্র অশোকনগর স্টেট জেনারেল ও রাজারহাটের সিএনসিআই হাসপাতালে করোনা রোগীদের চিকিত্সা হবে। জেলায় ১৪০০ বেড থেকে কমে এবার করোনা রোগীদের থাকছে ৫০০-৫৫০ বেড। জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি খারাপ হলে, ফের এই সমস্ত হাসপাতালগুলোতে কোভিড আক্রান্তদের চিকিত্সা পরিকাঠামো গড়ে তোলা হবে।
হবু মা ও ১২ বছরের কম বয়সী শিশুদের মায়েদের ভ্যাকসিনেশনে জোর দিয়েছে রাজ্য সরকার। উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া। বারাসাত হাসপাতালে মায়েদের ডেকে এনে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। গ্রামীণ এলাকায় করা হয়েছে বিশেষ ক্যাম্প। নিউ ব্যারাকপুর পুরসভাতেও একই ছবি।
মালদার চাঁচোলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে চাঁচোল থানার পুলিশ। গতকাল রাতে ওই ঘটনা ঘটে চাঁচোলের খানপুরে। মৃতের পরিবারের অভিযোগ, চন্দ্রপাড়ার অঞ্চল সহ সভাপতি সেতাবুর রহমানকে গতকাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় সেতাবুরের। পরিবারের দাবি, আর্থিক লেনদেন নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে তৃণমূল নেতাকে। যদিও কী কারণে খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।
সুন্দরবনের ঝিলার জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর আহত মৎস্যজীবী।আহতের নাম সুদর্শন সরদার।আহতকে উদ্ধার করে গোসাবা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে জটিল অস্ত্রোপচারে মিলল সাফল্য। পুরুলিয়ার এক শ্রমিকের পেটে বিরল অস্ত্রোপচার করে বের করা হল সাড়ে সাতশো গ্রাম ওজনের টিউমার। কুড়ি থেকে পঁচিশ বছর পেটের ভিতর টিউমারটি নিয়ে ঘুরছিলেন ওই ব্যক্তি, দাবি চিকিৎসকদের।
প্রেক্ষাপট
কলকাতা: সিবিআই-সিটকে তদন্তের নির্দেশ দেওয়ার পর আজ প্রথমবার বসছে বৃহত্তর বেঞ্চ। বিজেপি কর্মীকে খুনের তদন্তে প্রেসিডেন্সি জেলে গিয়ে ৫জনকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। সোনারপুরে গিয়েও তদন্ত।
তদন্ত শুরুর ১ সপ্তাহ পরেই ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় প্রথম চার্জশিট সিবিআইয়ের। রামপুরহাটে বিজেপি কর্মী হত্যাকাণ্ডে জেলবন্দি ২জনের বিরুদ্ধে চার্জশিট। নদিয়ায় ২ অভিযুক্তের আত্মসমর্পণ।
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে এবার সিবিআইয়ের নজরে রাজ্য পুলিশ। সিজিও কমপ্লেক্সে ডেকে সোনারপুরের আইও-র বয়ান রেকর্ড। নন্দীগ্রামে নিহত বিজেপি কর্মীর বাড়িতে বসল পুলিশি প্রহরা।
ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে গঠিত সিট-কে সহযোগিতায় আরও ১০ আইপিএস। ৫ জোনে থাকবেন ২ জন করে অফিসার। বিজ্ঞপ্তি নবান্নের। দত্তপুকুরে নিহত বিজেপি কর্মীর বাড়িতে সিবিআই।
কয়লাপাচারকাণ্ডে এবার ইডির নজরে মলয় ঘটক। আইনমন্ত্রীকে ১৪ সেপ্টেম্বর দিল্লিতে তলব। প্রতিহিংসায় বেছে বেছে তৃণমূল নেতাদের টার্গেট, অভিযোগ তৃণমূলের। খারিজ করে তদন্তে আস্থা বিজেপির।
ভুয়ো অর্থলগ্নি সংস্থার প্রতিনিধিদের কেন আদালতে হাজির করানো হয়নি? জবাব দিতে ডিজিপিকে তলব হাইকোর্টের? ২১ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ। নির্দেশ প্রত্যাহারে রাজ্যের আবেদন খারিজ।
গেট আটকে পড়ুয়াদের লাগাতার ধর্না। অসুস্থ উপাচার্যকে দেখতে ভিতরে ঢুকতেই পারল না অ্যাম্বুল্যান্স। ফিরতে হল চিকিৎসককেও। রাতে সরকারি চিকিৎসক নিয়ে গেলেন এসডিপিও। ফিরতে হল পরিবারের আপত্তিতে।
কলকাতা পুলিশের জালে জামতাড়া গ্যাং। ধৃত ১৬জনের অধিকাংশই ঝাড়খণ্ডের। উদ্ধার জাল এটিএম কার্ড, ফোন, ল্যাপটপ। বিমানবন্দরের কাছে সাইবার অপরাধের সরঞ্জাম-সহ ৩ বাংলাদেশি পাকড়াও।
করোনা কালে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের কৃতীদের ভার্চুয়াল সম্বর্ধনা। ৬০ শতাংশ পেলেই মিলবে বিবেকানন্দ স্কলারশিপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর। পড়ুয়াদের জন্য চালু হচ্ছে কেরিয়ার গাইডেন্স পোর্টাল।
পড়ুয়াকে বহিষ্কারের প্রতিবাদ। পড়ুয়া আন্দোলনে অচলাবস্থা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসকে স্বাভাবিক ছন্দে ফেরাতে, আদালতের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ। আজ মামলার শুনানি।
হঠাৎই অসুস্থ বিশ্বভারতীর উপাচার্য। দুই চিকিৎসক উপাচার্যের বাড়িতে এলেও ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে আটকে যায় অ্যাম্বুল্যান্স। রাতে সরকারি চিকিৎসক নিয়ে গেলেন এসডিপিও। ফিরতে হল পরিবারের আপত্তিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -