করুণাময় সিংহ,  মালদা:  মালদায় বিরোধী শিবিরে ভাঙন চলছেই। মালদায় আরো একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। ১৫-৯ ব্যবধানে এই গ্রাম পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল কংগ্রেস। এরই পাশাপাশি হবিবপুর ব্লকে শক্তি বৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের । বুলবুলি চন্ডী গ্রাম পঞ্চায়েত ও আইহো গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। ভয় দেখিয়ে দলবদল অভিযোগ বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে তৃণমূলে যোগদান বিরোধীদের দাবি তৃণমূল নেতৃত্বের।


উল্লেখ্য,  মালদায় বিধানসভা ভোটের পর বিগত কিছুদিন ধরেই বাম-কংগ্রেস জোট এবং বিজেপি- ধস নেমেছে উভয় । তৃণমূলে যোগদানের কারণে জেলায় বেশ কয়েকটি পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিরোধীদের।  বাম-কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর ২ নম্বর পঞ্চায়েত। বিজেপির হাত থেকে বেরিয়ে যেতে চলেছে পুরাতন মালদার ভাবুক গ্রামপঞ্চায়েত। বিজেপি পরিচালিত ভাবুক গ্রামপঞ্চায়েতের প্রধান গত মঙ্গলবার গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন। গত পঞ্চায়েত নির্বাচনে ১৪ আসনের ভাবুক পঞ্চায়েতে ৯টি আসন দখল করে বোর্ড গঠন করে বিজেপি। বিজেপির ২ সদস্য ও কংগ্রেসের এক সদস্য আগেই তৃণমূলে যোগ দেন। বিজেপি প্রধান তৃণমূলে যেতেই একক সংখ্যাগরিষ্ঠতা পায় ঘাসফুল শিবির। 


অন্যদিকে, হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের ৯টি পঞ্চায়েতের মধ্যেই ৮টিই তৃণমূলের দখলে। শুধুমাত্র মালিওর-২ পঞ্চায়েতে কংগ্রেসের সমর্থনে বোর্ড গঠন করেছিল সিপিএম। সেই পঞ্চায়েতও এখন তৃণমূলের হাতে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। সিপিএমের প্রধান এবং কংগ্রেসের উপপ্রধান সহ একাধিক সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় বদলে গিয়েছে সমীকরণ। 


দলবদলের জেরে মালদায় কোতয়ালি গ্রামপঞ্চায়েতও হাতছাড়া হতে চলেছে কংগ্রেসের। তিন বিজেপি সদস্যের দলবদলে মালদায় কোতোয়ালি গ্রামপঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে কংগ্রেসের। একক সংখ্যাগরিষ্ঠ হয়ে বোর্ড গঠনের পথে তৃণমূল। 


বিধানসভা ভোটে গণি গড় আগেই হাতছাড়া হয়েছে। এবার গণি খান চৌধুরীর স্মৃতিবিজড়িত মালদার কোতোয়ালি ভবনের অদূরের গ্রাম পঞ্চায়েতও কংগ্রেস হাতছাড়া হতে চলেছে। মঙ্গলবার ইংরেজবাজারের কোতোয়ালি গ্রামপঞ্চায়েতের তিন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাতেই বদলে গেছে ক্ষমতার সমীকরণ। 


গত পঞ্চায়েত নির্বাচনে কোতোয়ালি গ্রামপঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ৬টি আসন দখল করে বিজেপি।পাঁচটি আসন পায় তৃণমূল। কংগ্রেস ৪টি আসন দখল করে। তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করে কংগ্রেস। কিন্তু, বিজেপির ৩ সদস্য তৃণমূলে যোগ দেওয়ায়, কোতোয়ালি গ্রামপঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হল ৮।
ইংরেজবাজার ব্লকে মোট ১১টি গ্রাম পঞ্চায়েত। তার মধ্যে দুটি ছিল কংগ্রেসের দখলে। তার একটি এবার হাতছাড়া হতে চলেছে।