স্ত্রীকে ‘চুল কেটে মারধর’, পলাতক বিএসএফ জওয়ান সহ শ্বশুরবাড়ির সদস্যরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Sep 2017 07:45 PM (IST)
মালদা: বিএসএফ জওয়ানের বিরুদ্ধে স্ত্রীকে মারধর করে, চুল কেটে দেওয়ার অভিযোগ। স্বামী-সহ শ্বশুরবাড়ির ৪ জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের। মালদার মানিকচকের চৌকি মীরজাদপুর গ্রামের বাসিন্দা গৃহবধূর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে, তাঁর ওপর অত্যাচার চালাত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। সোমবার রাতে পরিস্থিতি চরমে ওঠে। অভিযোগ, স্ত্রীকে বেধড়ক মারধর করেন বিএসএফ জওয়ান। বধূর চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর মানিকচক থানায়, স্বামী-সহ শ্বশুরবাড়ির ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বধূ। যদিও ফেরার অভিযুক্তরা।