বিদ্যুতের খুঁটিতে বেঁধে মুখে ঢাকা প্লাস্টিকের ব্যাগ, টিকটক ভিডিও করতে গিয়ে বেঘোরে মৃত্যু যুবকের, অভিযুক্ত দুই বন্ধু
ABP Ananda web desk | 15 Jan 2020 04:57 PM (IST)
সোশাল মিডিয়ায় তাক লাগানো ভিডিও বা ছবি পোস্ট করে রাতারাতি পরিচিতি পেয়ে যাওয়ার প্রলোভন যে কতটা বিপজ্জনক হতে পারে, তার আরও একটা উদাহরণ সামনে এল। টিকটক ভিডিও করতে গিয়ে মালদার পীরগঞ্জে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
মালদা: সোশাল মিডিয়ায় তাক লাগানো ভিডিও বা ছবি পোস্ট করে রাতারাতি পরিচিতি পেয়ে যাওয়ার প্রলোভন যে কতটা বিপজ্জনক হতে পারে, তার আরও একটা উদাহরণ সামনে এল। টিকটক ভিডিও করতে গিয়ে মালদার পীরগঞ্জে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগের তির মৃতের দুই বন্ধুর দিকে। জানা গেছে, টিকটক ভিডিওর শ্যুট করতে গিয়ে বিপত্তি ঘটে। বিদ্যুতের পোস্টে যুবককে বেঁধে মুখে প্লাস্টিকের ব্যাগ জড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরফলেই শ্বাসরুদ্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন করিম শেখ নামে ওই যুবক।অভিযোগ, অসুস্থ যুবককে ফেলে চম্পট দেয় ২ বন্ধু।অসুস্থ অবস্থায় ওই যুবককে দেখতে পেয়ে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। নিহতের ২ বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, দুই অভিযুক্ত ফেরার।