মালদা:  মালদায় জোড়া দুর্ঘটনা। মৃত দুই। বেপরোয়া ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২ বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে, মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সোলাপুর-সুজাপুর গ্রামে। মৃত শিশুটির নাম ফারাজ শেখ।



মঙ্গলবার আরও কয়েকটি শিশুর সঙ্গে বাড়ির সামনে খেলা করছিল ফারাজ। সেসময় একটি ট্রাক্টর শিশুটিকে পিষে দিয়ে চলে যায় বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় অবৈধ খাদান থেকে মাটি তোলার জন্য বেআইনি ট্রাক্টরের দাপট বেড়েই চলেছে। প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ।

এদিকে মালদার পুখুরিয়ায় এক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল হবু বরের। ভাবী স্ত্রীর বাড়ির লোকের জন্য পান কিনতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কুড়ি বছরের ওই তরুণের। ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানা এলাকার আড়াইডাঙা এলাকায়। মৃতের নাম ইদুল সবজি।

মঙ্গলবার সকালে মেয়ের বাড়ির লোকজন ইদুলকে দেখতে যায়। খাওয়াদাওয়ার পর তাঁদের জন্য বাইকে চড়ে পান কিনতে যান বছর কুড়ির ওই তরুণ। সেসময় দুর্ঘটনায় পড়ে তাঁর বাইক। গুরুতর আহত ওই তরুণকে আড়াইডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।