করুণাময় সিংহ, পুখুরিয়া (মালদা): ১০০ দিনের কাজ নিয়ে মালদার পুখুরিয়ায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। ঘটনায় আহত ৭। ১০০ দিনের কাজে শ্রীপুর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন দলীয় সদস্যদের একাংশ। গতকাল এনিয়ে তদন্তে যান প্রশাসনিক কর্তারা। অভিযোগ, তাঁদের সামনেই প্রধানের সঙ্গে বিক্ষুব্ধ তৃণমূল সদস্যদের বিবাদ বাধে। তা থেকে সংঘর্ষ বেধে যায়। আহত হন উভয়পক্ষের ৭ জন। সকলেই হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। এধরনের ঘটনায় দল পাশে দাঁড়াবে না বলে তারা জানিয়েছে।
দুর্নীতির অভিযোগ তুলে শ্রীপুর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে সরব হন তৃণমূলের ৬ জন সদস্য। ১০০ দিনের কাজ নিয়ে রতুয়া ২ বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ৬ জন। তার ভিত্তিতে তদন্তে যান ব্লক দফতরের কর্মীরা। সেই সময় পঞ্চায়েত প্রধান রোশনারা বিবির সঙ্গে তার বিরোধী গোষ্ঠী মিজানুর রহমানের বচসা শুরু হয়। সেই বচসা থেকে তা পৌঁছয় সংঘর্ষে। ঘটনায় আহত হয়েছেন ৭ জন। ৫ জন মালদা জেলা হাসাপাতালে ভর্তি। বাকি ২ জন ভর্তি বেসরকারি নার্সিংহোমে। উভয় পক্ষই একের পর এক বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনায় ক্ষুব্ধ মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনার কোনও দায় নেওয়া হবে না। আইন মেনে ব্যবস্থা নেবে প্রশাসন।
গতকালই প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনাকে কেন্দ্র করে প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েত নির্বাচনের পরেই কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত দখল করে তৃণমূল। শাসকদলের সদস্যদের অভিযোগ, গত তিনবছরে উন্নয়নমূলক কাজ করেননি তৃণমূল প্রধান। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি অনাস্থা আনেন দলেরই সদস্যরা। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রধান। তৃণমূলের গোষ্ঠীকোন্দল সামনে আসায় কটাক্ষ করে বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেয় তৃণমূল জেলা নেতৃত্ব।