আলিপুরদুয়ার: 'হিন্দুধর্ম অনেক মহান। রামের চরিত্র রাজনৈতিক নেতার নয়'। এভাবেই মঙ্গলবার আলিপুরদুয়ারের কুমারগ্রামের সভা থেকে বার বার বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তুললেন বিভেদের রাজনীতির অভিযোগ।
মমতা বলেন, আমরা মানবতা-সভ্যতার পুজো করি। ওরা রাবনের পুজো করে। এরা ধর্মে ধর্মে ,সম্প্রদায়ে সম্প্রদায়ে বিবাদ লাগিয়ে দিচ্ছে। মিথ্যে কথা বলে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে।
আলিপুরদুয়ারে বহু আদিবাসী মানুষের বাস। এ দিন সেই আলিপুরদুয়ারের সভা থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে আদিবাসীদের সতর্কবার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি, আরএসএস, বজরং দল এক্কেল নামে একটি সংগঠন গড়েছে। তাতে তারা আদিবাসী শিক্ষক রাখছে। ২০ হাজার টাকা বেতন দিচ্ছে। পড়াশোনার নামে বিজেপি-আরএসএস-এর অ্যাজেন্ডা শেখাচ্ছে। এনজিওর নামে ওরা ঘরে ঘরে গিয়ে মিথ্যে কথা বলছে। ওদের কথা শুনবেন না।
পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, এ ধরনের কোনও খবর আমার কাছে নেই। যদি আরএসএস বেরিয়ে থাকে তা হলে তারা সমাজসেবার জন্যই বেরিয়েছে।
পঞ্চায়েত ভোটের আগে বিজেপিকে আক্রমণ করতে প্রায় কোনও ইস্যুই হাতছাড়া করছেন না মমতা। এ দিন ফের তিনি দাবি করেন, মোদি সরকার বিভিন্ন প্রকল্পে রাজ্যের প্রাপ্ত বরাদ্দ দিচ্ছে না। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এসে আশা প্রকল্পে ৮০০ টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আমরা মাসে ২ হাজার টাকা করে দিই। আইসিডিএস প্রকল্পও বন্ধ করে দিচ্ছে। আগে ৯০ শতাংশ টাকা দিত। এখন ৬০ শতাংশ টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা চালাচ্ছি।
পাল্টা বিজেপি বলছে, পশ্চিমবঙ্গ সরকার আগে কেন্দ্রের কাছে টাকা খরচের হিসেব দিক।
মোদী সরকারের নোটবাতিল এবং জিএসটিরও এ দিন ফের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি অবশ্য বরাবরই দাবি করেছে, এই দুটি সিদ্ধান্তই ঐতিহাসিক। দেশের সাধারণ মানুষ আগামী দিনে এর সুফল পাবে।