কলকাতা: বুধবার মালদায় প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোনও ভুল হয়ে থাকলে ধরিয়ে দিন, ঘোঁট পাকাবেন না। ঠিকঠাক প্রকল্পের রূপায়ণ করতে হবে। মালদায় প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। জানুয়ারিতে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার (Duare Sarkar)।
এদিনের প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভুল থাকলে ধরিয়ে দিন, ঘোঁট পাকাবেন না। ঠিকঠাক প্রকল্পের রূপায়ণ করতে হবে। কাজে কোনওরকম দেরি করা যাবে না। ১-১০ জানুয়ারি এবং ২০-৩০ জানুয়ারি ফের দুয়ারে সরকার প্রকল্প।' পাশাপাশি তিনি এও বলেন, রাজ্যে (West Bengal) সরকারি চাকরি পেতে গেলে বাংলা ভাষা জানা জরুরি। মালদায় (Malda) প্রশাসনিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন বৈঠকে তিনি বলেন, "ভিনরাজ্যের কেউ বাংলা না জেনে চাকরি পেলে ভাষাগত সমস্যা হয়। যেখানে যে কারখানা হবে, সেখানে স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার।''
তিনদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই রায়গঞ্জের কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠকে কলেজের দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) ক্ষোভের মুখে করণদিঘির বিধায়ক। মুখ্যমন্ত্রীর (chief Minister) কাছে কলেজের দাবি করেছিলেন সেই বিধায়ক। তখনই রীতিমতো ধমকের সুরে মুখ্যমন্ত্রী বলেন, ''লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পেও কোটি কোটি টাকা খরচ। ২ বছরের মধ্যে নতুন কোনও প্রকল্পের জন্য টাকা চাইবেন না। নিজেদের উদ্যোগে মানুষের জন্য কাজ করুন।''
করণদিঘির তৃণমূল বিধায়ক কিংবা বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া রায়গঞ্জের বিধায়ক...উন্নয়নের স্বার্থে নানা জনের নানা আবদার!...কিন্তু, মুখ্যমন্ত্রীর গলার স্বর থেকেই স্পষ্ট, সরকারি ভাঁড়ারে এখন বেজায় চাপ! প্রশাসনিক বৈঠকে উন্নয়নের জন্য দাবি-দাওয়া পেশ করে, জুটল মুখ্যমন্ত্রীর কড়া সুর! কিন্তু, উন্নয়নের জন্য সরকার টাকা না দিলে, তা হবে কী করে? পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে বিরোধীরা।