সৌভিক মজুমদার, কলকাতা: এসএসসি মামলার শুনানি চলাকালীন এজলাসে বিশৃঙ্খলা। এসএসসি-র আইনজীবীর বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ। এসএসসি-র আইনজীবীকে এজলাস ছাড়ার নির্দেশ হাইকোর্টের বিচারপতির। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেকে পাঠানো হল হাইকোর্টের শেরিফকে। শেরিফ আসার আগেই তড়িঘড়ি এজলাস ছাড়লেন। সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলছে কলকাতা হাইকোর্টে।


এজলাসে ' বিশৃঙ্খলা ' করার অভিযোগ ওঠে SSC র আইনজীবীর বিরুদ্ধে। এরপরই আইনজীবীকে এজলাস ছেড়ে বেরিয়ে যেতে বলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। যদিও প্রাথমিকভাবে বেরোতে অস্বীকার করেন আইনজীবী, এমনটাই খবর। তখনই শেরিফকে ডেকে পাঠান বিচারপতি। আর তড়িঘড়ি এজলাস ছাড়েন SSC-র আইনজীবী চপলেশ বন্দ্যোপাধ্যায়।  এরপরই  সেইসময় এজলাসে উপস্থিত ছিলেন SSC-র চেয়ারম্যান ও সচিব। সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা চলাকালীন এই নজিরবিহীন ঘটনা ঘটে।                                                 


আরও পড়ুন, সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, তনিমা চট্টোপাধ্যায়কে বহিষ্কারের সিদ্ধান্ত তৃণমূলের


এবার অলচিকি হরফে সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল এসএসসি-র বিরুদ্ধে। নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা দেওয়া প্রায় ২৫০-৩০০ জন মামলাকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অভিযোগ ছিল, অলচিকি হরফে সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগের জন্য ২০২০-এর ডিসেম্বরে বিজ্ঞপ্তি জারি হয় ৷ তারপর পরীক্ষাও নেওয়া হয় । প্রায় ৪৬৫টি শূন্যপদ ছিল।          


অন্যদিকে, এসএসসি-র (SSC) গ্রুপ ডি-র কর্মী নিয়োগে দুর্নীতি মামলায় খারিজ হয়ে গেল সিবিআই (CBI) অনুসন্ধানের নির্দেশ। তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করল কলকাতা হাইকোর্ট। দুই মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এই বিশেষ অনুসন্ধানকারী দলকে।