বিশ্বজিৎ দাস, খড়গপুর: মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখতে চেয়ে তেলুগু ভাষায় ব্যানার পড়ল খড়গপুরে। মিছিলের পাশাপাশি, মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনায় শিব মন্দিরে পুজোও দেন তৃণমূল কর্মীরা। এ’নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।


রেকর্ড মার্জিনে তৃতীয় বারের জন্য নবান্নে ফেরার পর, তৃণমূলের প্রথম শহিদ দিবস পালন। বাংলার গন্ডী পেরিয়ে প্রথমবার দিল্লি, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, গুজরাত-সহ একাধিক রাজ্যে পালিত হয় তৃণমূলের ২১ জুলাই। একুশের হাত ধরে, তৃণমূল যখন জাতীয় রাজনীতির চালিকাশক্তি হতে সক্রিয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখতে চেয়ে তেলুগু ভাষায় ব্যানার পড়ল খড়গপুর শহরে।


উল্লেখ্য, গতকাল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, বিজেপি বিরোধী দলগুলিকে একজোট হয়ে লড়াইয়ের প্রস্তুতি শুরু করার এটাই সঠিক সময়। তিনি বলেন, ভোটের সময় জোট বেঁধে কোনও লাভ নেই। তাই এখন থেকেই তৈরি হওয়া জরুরি। আর এদিনই তেলেগু ভাষায় দেওয়াল লিখনের ছবি দেখা গেল এরাজ্যেই।


গতকাল মিছিল করার পাশাপাশি। মমতা বন্দ্যোপাধ্যায়র মঙ্গলকামনায় শিব মন্দিরে পুজো দেন তৃণমূল কর্মীরা। খড়গপুরের তৃণমূল নেতা বান্টা মুরলী বলেন, আজকে শহীদ দিবস। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী দিনে প্রধানমন্ত্রী হয়, এই কামনা করে ভগবানের কাছে আমরা পুজো দিয়েছি।


এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির খড়গপুর মণ্ডলের সভাপতি শ্রী রাও বলেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করব প্রথমে বাংলাকে ভালো করে সামলে নিন। তারপর দেশের জন্য ভাববেন। সাউথ ইন্ডিয়ান সমাজ বিজেপি পার্টিকে সমর্থন করে। খড়গপুরে একটা বড় অংশে তেলুগু ভাষাভাষী মানুষের বাস। রেল শহরের ৬০ শতাংশ মানুষই তেলুগু। তাই, সব রাজনৈতিক দলেরই পাখির চোখ এই তেলুগু ভোট।


এর আগে  তামিলনাড়ুতে 'ভাবী প্রধানমন্ত্রী' হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন দেখা যায়। মাদুরাইয়ের সন্নিকটে মাত্থুয়াভানি বাস স্ট্যান্ডের কাছে 'মমতা বন্দ্যোপাধ্যায় আম্মা'র সমর্থনে দেওয়াল লিখন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে দেওয়া যে দেওয়াল লিখনে লেখা হয়েছে 'ভারতের ভাবী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আম্মা।' জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতব্যাপী সফরের জল্পনার খবর সামনে আসার পরই এই দেওয়াল লিখন করা হয়।