Mamata Banerjee Jhargram Rally LIVE: ‘সিপিএম-এর হার্মাদরা এখন বিজেপির ওস্তাদ’, লালগড়ে মমতা
CM Mamata Banerjee Jhargram Rally LIVE Updates কর্মসূচি সেরে কলকাতায় ফির বিকেলে দলের ইস্তেহার প্রকাশ করবেন তিনি
আজ ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লালগড়ের জনসভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন, ‘রাজ্য সরকার করোনা টিকা বিনামূল্যে দেওয়ার জন্য কেন্দ্রর কাছে অনুমোদন চেয়েছিল। মোদি সরকার অনুমতি দেয়নি।’
আজ ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরে প্রথম জনসভায় বক্তব্য রাখেন তিনি। দ্বিতীয় সভা লালগড়ে। সেখানে তিনি বলেন,‘বিরসা মুণ্ডা, রঘুনাথ মুর্মু, গুরুচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিয়েছি। ৪০ শতাংশ কর্মসংস্থান হ্রাস পেয়েছে। রেল, ব্যাঙ্ক, বিএসএনএল- সব বন্ধ করে দিয়েছে। একবার বিজেপিকে ভোট দিয়ে ঠকেছেন, বিজেপি আর না।’
আজ ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লালগড়ের জনসভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন, ‘বহিরাগত গুণ্ডারা এসে ভোট লুঠ করে নিয়ে যাবে। বিজেপি ক্ষমতায় এলে সব লুঠ হয়ে যাবে। দুরাচার আর দুঃশাসনের পার্টি বিজেপি। কুৎসা আর অপপ্রচারের কারখানা বিজেপি। সিপিএম-এর হার্মাদরা এখন বিজেপির ওস্তাদ। সবুজ সাথী পেয়েছে এক কোটি ছেলে-মেয়ে। বিজেপি সরকার শুধু হামলা-কুৎসা-অপপ্রচার করে।’
আজ ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরে প্রথম জনসভায় বক্তব্য রাখেন তিনি। দ্বিতীয় সভা লালগড়ে। সেখানে তিনি বলেন,‘এটা একটা বড় রাজনৈতিক যুদ্ধ। বিজেপিকে দেশ থেকে সরাতে হলে বাংলা থেকে লড়াইয়ের ডাক দিতে হবে।’
আজ ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরে প্রথম জনসভায় বক্তব্য রাখেন তিনি। দ্বিতীয় সভা লালগড়ে। সেখানে তিনি বলেন,‘‘আমার প্রচার বন্ধ করতে নানারকম ষড়যন্ত্র হয়েছে। সেজন্যই আমার ওপর হামলা।’
আজ ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরে প্রথম জনসভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন, ‘কৃষকদের আন্দোলনের কথা শুনছে না। বিজেপির গুণ্ডা এসে বাড়ি-ঘর দখল করে নেবে। ইভিএম নিয়ে সতর্ক থাকবেন নির্বাচনী এজেন্টরা। ভোট যাতে অন্য কেউ দিয়ে দিতে না পারে সেদিকে খেয়াল রাখুন। কাজের সূত্রে অন্য রাজ্য থাকেন যাঁরা, তাঁদের আসতে বলবেন ভোট দিতে। বিজেপির বল মাঠের বাইরে পাঠিয়ে দিন।’
আজ ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরে প্রথম জনসভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন,‘বিজেপি আদিবাসীদের জমি কেড়ে নেয়। সারা দেশে ৪০ শতাংশ বেকারি বেড়েছে। বাংলায় বেকারি কমে গেছে। সারা ভারত বাংলার দিকে তাকিয়ে আছে। বিজেপি সব থেকে বড় চোর। বিজেপি শাসিত উত্তর ভারতে মেয়েদের ওপর অত্যাচার সবথেকে বেশি।’
আজ ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরে প্রথম জনসভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন, ‘আগে আমাকে মারত সিপিএম, এখন মারে বিজেপি। সিপিএম-এর হার্মাদরাই এখন বিজেপি হয়েছে। অত্যাচারের বদলে অত্যাচার নয়। আমরা শান্তির বাংলা গড়ব।’
আজ ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরে প্রথম জনসভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন,‘বছরে চারমাস করে দুয়ারে সরকার হবে। নাম লেখালেই সব সরকারি সুযোগ পাওয়া যাবে। আগামীদিনে মানুষের দরজায় রেশন পৌঁছে যাবে। বিনামূল্যে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা। সরকার থেকে বাচ্চারা জুতো, বই, মিড-ডে মিল ব্যাগ পায়।’
আজ ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরে প্রথম জনসভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন,‘ভারতের সবথেকে বড় ভ্রষ্টাচারী দল বিজেপি। নোটবন্দির নামে দেশের মানুষকে গর্তে ফেলে দিয়েছে। আমরা মানুষকে বিনা পয়সায় কোভিডের টিকা দিতে চাইছি। কিন্তু নরেন্দ্র মোদি করতে দিচ্ছেন না। মোদি নির্বাচনের আগে বিহারে সবাইকে টিকাককরণের কথা বলেছিলেন। এখনও পর্যন্ত বিহারের সাধারণ মানুষ টিকা পাননি।’
আজ ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরে প্রথম জনসভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন, ‘বিজেপি বলে আমরা চোর, ওরা সাধু? সব থেকে বড় দুর্নীতির দল বিজেপি। দুঃশাসন রাজ ভারতে চালাচ্ছে। সারা ভারতে শেষ করে দিয়েছে। নোটবন্দির নামে মানুষকে শেষ করে দিল। বলছি কোভিডের টিকি দাও, মোদি দিচ্ছে না। আবার কোভিড শুরু হয়েছে। আমি বলছি বিনে পয়সায় দেব, ওনি দিচ্ছেন না। বলছি, মোদিকে ভাষণ কম দাও, এক মাস আগে থেকে বলেছি। ভোট নেওয়ার জন্য বিহারে টিকা দেওয়ার কথা বলেছিল। আজ পর্যন্ত বিহারের মানুষ টিকা পায়নি। ভোট আসলেই মিথ্যে কথা বলে।’
আজ ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরে প্রথম জনসভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন, ‘কাউকে বলছে ৫০০ টাকা নাও, মনে রাখবেন এটা বিজেপির টাকা নয়। জনগনের টাকা। এই টাকা দিলেও, ওদের ভোট দেবেন না। যদি আমাকে চান না তাহলে, আপনারা যেখানে ইচ্ছা ভোট দিন। দুর্গাপজোর সময় ক্লাবে ক্লাবে ৫০ হাজার টাকা করে দেই।।’
আজ ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরে প্রথম জনসভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন, ‘বিজেপি মিথ্যা কথা বলে, কুৎসা করে জিতেছে। গোয়ালতোড়ে দুটি বুথে রিগিং হয়েছিল। বিজেপি ঝাড়গ্রামের মানুষদের সমস্যা জানে না। গত দুবছরে বিজেপি কিছুই করেনি। কোনও হাসপাতাল, স্কুল-কলেজ কিছুই করেনি। আপনাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। এবার বিজেপিকে শূন্য করে দিন।’
আজ ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরে প্রথম জনসভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন, ‘ইকো ট্যুরিজমের উন্নতি করা হয়েছে। বহু পর্যটক এখন ঝাড়গ্রামে আসেন। গত ৮-৯ বছরে একটি মানুষও ঝাড়গ্রামে খুন হয়নি। ঝাড়গ্রাম এখন জঙ্গলসুন্দরী হয়ে গেছে।’
আজ ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরে প্রথম জনসভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন, ‘ঝাড়গ্রাম জেলায় নতুন মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। কনকদুর্গা মন্দিরের উন্নয়নে ২ কোটি টাকা দেওয়া হয়েছে।’
প্রেক্ষাপট
আজ ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর সাড়ে ১২টায় গোপীবল্লভপুরে জনসভা রয়েছে তাঁর। এরপর দুপুর দেড়টায় লালগড়ে সভা। এই কর্মসূচি সেরে কলকাতায় ফির বিকেলে দলের ইস্তেহার প্রকাশ করবেন তিনি। গতকাল বাঁকুড়ায় তিনটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম নির্বাচনী সভা শালতোড়া বিধানসভা এলাকায় মেজিয়া স্কুল মাঠে। দ্বিতীয় সভা ছাতনায়। তৃতীয় জনসভাটি হয় রাইপুরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -