কলকাতা: নন্দীগ্রামে আহত মুখ্যমন্ত্রী। এই ঘটনার জেরে, উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের একাধিক প্রান্তে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। কলকাতা শহর থেকে জেলা-- সর্বত্র জায়গায় প্রতিবাদে সামিল হন দলীয় সমর্থকরা। 


বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে দেখতে এসএসকেএমে এসে তৃণমূল কর্মীদের ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়েন বিজেপি নেতা তথাগত রায় ও শমীক ভট্টাচার্যরা। এর আগে, বুধবার রাতেও এসএসকেএমে রাজ্যপালকে দেখে উঠেছিল গো ব্যাক স্লোগান। 


বৃহস্পতিবার সকালে পদ্মপুকুরের শরৎ বোস রোডে প্রতিবাদ মিছিল করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। অবস্থান বিক্ষোভও করা হয়। মদন মিত্রের নেতৃত্বে কামারহাটিতে প্রতিবাদ-মিছিল করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।


চেতলার সেন্ট্রাল রোডেও বিক্ষোভ দেখান যুব তৃণমূলের কর্মীরা। নেতৃত্বে ছিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে সাবা হাকিম।


 



 


কলকাতার পাশাপাশি, জেলায় জেলায় পথ অবরোধ, বিক্ষোভ মিছিল করল তৃণমূল। কোথাও আবার রেল অবরোধ করা হয়। দলনেত্রীর আরোগ্যকামনায় পুজো দিলেন তৃণমূল নেতা-কর্মীরা।


তৃণমূল নেত্রীর উপর হামলার অভিযোগ তুলে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী তথা পরিচালক রাজ চক্রবর্তীর নেতৃত্বে বিক্ষোভ তৃণমূলের। অন্যদিকে বর্ধমান-কাটোয়া রোডে বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধে সামিল হয়েছিলেন শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় ও মা বীণা গঙ্গোপাধ্যায়।


বৃহস্পতিবার সকালে, উত্তর ২৪ পরগনার হাসনাবাদ-শিয়ালদা শাখার কড়েয়া-কদম্বগাছি স্টেশনে রেললাইন অবরোধ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সকাল সাড়ে ৮টা নাগাদ আমডাঙার দারিয়াপুরে শুরু হয় অবরোধ।  দেগঙ্গার তৃণমূল বিধায়কের নেতৃত্বে টাকি রোড অবরোধ করে চলে বিক্ষোভ। 


মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় হুগলির তারকেশ্বর মন্দিরে পুজো দেন তারকেশ্বরের প্রার্থী রমেন্দু সিংহ রায়। মালদার ঝলঝলিয়া ব্যারাক কলোনি এলাকায় শিব মন্দিরে পুজো দেন জেলা তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন মৌসম বেনজির নুর।  


 



 


পুরাতন মালদার চৌরঙ্গি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি।  পশ্চিম বর্ধমানের কল্যানেশ্বরি মন্দিরে পুজো দেন বারাবনি বিধানসভার তৃনমূল কর্মীরা।


দুর্গাপুরের মুচিপাড়া ও অন্ডালে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। আসানসোলের হটন রোডে টায়ার জ্বালিয়ে জিটি রোড অবরোধ করেন তৃণমূল কর্মীরা।


পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেও সকাল থেকে বিক্ষোভ মিছিল করে তৃণমূল। রাজারামচক থেকে হাজরাকাটা পর্যন্ত মিছিল করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। কোচবিহারের শীতলকুচিতও হয় পদযাত্রা।  বীরভূমের লাভপুরে, পার্টি অফিস থেকে পুরনো বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করেন তৃণমূল কর্মীরা।  


পূর্ব বর্ধমানের, বর্ধমান-কালনা রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা। হুগলির চুঁচুড়ায়, পদযাত্রা করেন পুরসভার কোঅর্ডিনেটররা। 


বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা।  টায়ার জ্বালিয়ে প্রতিবাদ-কর্মসূচি চলে।