কলকাতা: উত্তরবঙ্গের জনসভায় নাম না করে বলিউড অভিনেত্রী কাজলের প্রসঙ্গ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজল সম্প্রতি অনলাইনে একটি ভিডিও পোস্ট করেন, যাতে দেখা যায়, সেটি কোনও মাংসের পদের ডিশ। এ নিয়ে অনলাইনে তাঁকে একাংশের তীব্র কটাক্ষ, আক্রমণের মুখে পড়তে হয়। ট্রোল করে বলা হয়, তিনি গোমাংসের ভিডিও দিয়েছেন কেন? বাধ্য হয়ে কাজল সাফাই দেন, তাঁর এক বন্ধু ওই ডিশ বানিয়েছেন এবং সেটি গোমাংসের নয়, মহিষের মাংসের পদ। এমনকী ট্যুইটারেও তিনি জানান, কারও ধর্মবিশ্বাসে আঘাত দেওয়া ভিডিওটি পোস্ট করার উদ্দেশ্য ছিল না। শেষমেষ তিনি ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে সেটি ডিলিটই করে দেন।

 


মুখ্যমন্ত্রী তাঁর দক্ষিণ দিনাজপুরের সভায় বিজেপি, কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণে হাতিয়ার করেন সেই ভিডিওকে। দেশে এক ভীষণ ভয়ের আবহাওয়া ছড়িয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন। কিছু লোকজন এতটাই অসহিষ্ণু হয়ে উঠেছে যে, অন্যরা তাদের পছন্দের খাবার খেলেও তা মেনে নিতে পারছে না। অন্যরা কে কী খাবে, সেটা তারা ঠিক করে দিতে চাইছে। এটা বিপজ্জনক প্রবণতা। আমি নাম করব না। শাহরুখ খানের সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন সেই অভিনেত্রী। সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করে অনলাইনে হেনস্থার মুখে পড়েছেন, ট্রোলড হয়েছেন। তাঁকে বাধ্য হয়ে সাফাই দিতে হয়েছে যে, ওটা গোমাংস নয়, মহিষের মাংস। এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দেশে।