উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের আগে গ্রামে রাস্তা তৈরির কাজে জোর দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বারাসাতে প্রশাসনিক বৈঠক থেকে ডেঙ্গি নিয়েও সতর্ক করে দেন তিনি।
গত বছর দেগঙ্গা-সহ উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় ডেঙ্গি আক্রান্তদের মৃত্যু হয়েছে। এই প্রেক্ষাপটে, মঙ্গলবার সেই উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক থেকে ডেঙ্গি নিয়ে পুরসভা-পঞ্চায়েতগুলিকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। দেগঙ্গার ওসিকে সতর্ক করেন।
বারাসতে এ দিনের প্রশাসনিক বৈঠক থেকে গরু পাচার ইস্যুতেও সরব হন মুখ্যমন্ত্রী। আঙুল তোলেন বিজেপি শাসিত দুই রাজ্যের দিকে। বলেন, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে গরু আসছে। আমাদের নামে দোষ হচ্ছে। গরু পাচার বন্ধ করতে হবে। সীমান্তবর্তী এলাকায় বিকল্প আয়ের ব্যবস্থা করতে হবে।
বীজপুর-হালিশহর এলাকায় জমি বেনামে বিক্রি হওয়ার অভিযোগ খতিয়ে দেখতেও এ দিন পুলিশ-প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বীজপুর থানার পুলিশকে বলেন, শুনলাম রাস্তার ধারের জমি বেনামে বিক্রি হয়ে গিয়েছে। কি ব্যাপার খুঁজে বের করুন। না হলে আমরা অধিগ্রহণ করে নেব। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বীজপুরের বিধায়ক মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু।
ব্যারাকপুরের গঙ্গা পাড়ের সৌন্দর্যায়নের কাজ কেন থমকে এ নিয়ে জেলাশাসককে এ দিন কার্যত ভর্ৎ‍সনা করেন মুখ্যমন্ত্রী। বারাসাত, বসিরহাটকে পুলিশ জেলা করার কথাও এ দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।