কলকাতা: কোলাঘাটের সভা থেকে আক্রমণের ঝাঁঝ বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে নিশানা করলেন মোদী-অমিত শাহকে। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। নরেন্দ্র মোদীর গুজরাতে গিয়ে তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির বিস্ফোরক অভিযোগ রাহুল গাঁধীর। আর তার থেকে বহু কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে দাঁড়িয়েও সেই একই তীর ছুঁড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বললেন, চ্যালেঞ্জ করলাম আপনি চুরি করেছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের দাবি করছি। দলের বিরুদ্ধেও কত কোটি টাকার কেলেঙ্কারি। রাহুলের দাবি, মোদী টাকা নিয়েছেন! আর মমতার মুখে মোদীর সঙ্গে অমিত শাহও! বললেন, একজন গুণ্ডা, একজন পাণ্ডা। সবচেয়ে বড় চোরের সরকার হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার এবং অমিত শাহের বিজেপি দল। মোদীর দাবি, গরীবদের হক দিতেই অসাধু ধনীদের বিরুদ্ধে তাঁর কালো টাকা বিরোধী অভিযান! পাল্টা মমতার কটাক্ষ, সবচেয়ে বেশি টাকা বিজেপির। কালো দিনের মধ্যে দিয়ে দেশ চলছে। আজ টাকা লুঠ করেছে, কাল সোনা করবে, পরশু জমি লুঠ করে নেবে। মোদীকে উৎখাতের ডাক আগে দিয়েছিলেন কেজরীবাল, এবার করলেন মমতা। বললেন, মোদী সরকারকে তাড়াতাড়ি দেশ থেকে বিদায় নিতে হবে, না হলে দেশ থাকবে না। হয় মোদী থাকবে না হয় দেশ থাকবে।