পুরুলিয়া: বরফ গলাতে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনায় বসেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তারমধ্যেই এবার শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সৃষ্টিধর মাহাতো ও তাঁর ছেলে বলরামপুর পঞ্চায়েত সমিতির সদস্য সুদীপ মাহাতোর নিরাপত্তারক্ষী তুলে নিল প্রশাসন।


গত ৭ নভেম্বর দাদার অনুগামীর ব্যানারে পুরুলিয়া শহরে বিজয়া সম্মিলনী হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের দুই নেতা। তারপর গত রবিবার জগদ্ধাত্রী পুজোর উদ্ধোধনী অনুষ্ঠানেও শুভেন্দু অধিকারীর সঙ্গে দু’জনে উপস্থিত ছিলেন।


এরপরই তাঁর নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করায় শুরু হয়েছে জল্পনা। যদিও শুভেন্দুর সঙ্গে একই মঞ্চে থাকার জন্য নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের জল্পনা উড়িয়ে দিয়েছেন সৃষ্টিধর। বলেন, আমি ২০১০ থেকে শুভেন্দুবাবুর সঙ্গে মাওবাদী এলাকায় ঘুরে রাজনীতি করেছি, তাঁর সঙ্গে থাকার জন্যই নিরাপত্তা প্রত্যাহার তা ভিত্তিহীন, এটা পুরোটাই প্রশানিক ব্যাপার।


ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সুদীপ মাহাতো। বলেছেন, আমি শুভেন্দুবাবুর সঙ্গে আছি, দু’টি অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলাম, এরপরই নিরাপত্তা তুলে নিয়েছে।


২০১০ সালে মাওবাদীদের হিটলিস্টে ছিলেন সৃষ্টিধর মাহাতো। তিনি ও তাঁর ছেলে সুদীপ মাহাতোর জন্য নিরাপত্তা রক্ষী নিয়োগ করে রাজ্য সরকার। ২০১৩ থেকে ১৮ পর্যন্ত পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি ছিলেন সৃষ্টিধর মাহাতো।


নিরাপত্তা প্রত্যাহার নিয়ে অবশ্য তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, বর্তমানে এলাকায় মাওবাদী দৌরাত্ম্য কমেছে, সেই কারণেই নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের সিদ্ধান্ত।