Weather Update: আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ, পূর্বাভাস আবহাওয়া দফতরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Nov 2020 08:22 AM (IST)
শুক্রবার ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা, ফের কমবে আগামী সপ্তাহে
কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই বাতাসে হিমেল পরশ। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ। যদিও গতকালের তুলনায় সামান্য নামল কলকাতার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আগামী সপ্তাহে ফের নামতে পারে পারদ। নভেম্বরে কুড়ি ডিগ্রির নীচেই থাকবে তাপমাত্রা। থাকবে হালকা কুয়াশার আস্তরণ।