বোলপুর: ২০ তারিখ তাঁর বাড়ির মাটির দাওয়ায় বসে পাত পেড়ে খেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় পা মেলালেন সেই বাউল শিল্পী বাসুদেব দাস বাউল। কেন এই পরিবর্তন? আমরা বাউল, সবাইকে নিয়ে থাকতে চাই, বলেছেন তিনি।

বাসুদেব দাস বাউল। বাড়ি বোলপুরের রতন পল্লীতে। ২০ তারিখ দুপুরে তাঁর বাড়ি যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সারেন ভাত, মুগ ডাল, বেগুনভাজা, আলু পোস্তর মধ্যাহ্নভোজ। বাসুদেবের গলায় গানও শোনেন, তোমায় হৃদমাঝারে রাখব ছেড়ে দেব না। কিন্তু মঙ্গলবারই বাসুদেবকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। বাসুদেব বলেন, তিনি ২৯ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ে গান গাইতে চান। সঙ্গে জানান আক্ষেপ, আমরা রেশনের চাল খাই, শাহ আসবেন বলে মিনিকিট চাল আনি, টাকা পয়সা খরচা করে বাজার করেছিলাম, খাওয়া দাওয়া করে পাশের দরজা দিয়ে চলে গেলেন, কথা হল না।

এরপর আজ তৃণমূল নেত্রীর রোড শোয়ে দেখা গেল বাসুদেব দাস বাউলকে। অমিত শাহকে খাওয়ানো থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা- এই পরিবর্তনের কারণ কী? জবাবে এবিপি আনন্দকে বাসুদেব বললেন, আমরা বাউল, সবার সঙ্গে থাকতে চাই, সবাইকে নিয়ে থাকতে চাই। অমিত শাহও আমাদের সঙ্গে আছেন, দিদিও আছেন। তাঁর কথায়, দিদি বাউলদের জন্য অনেক কিছু করেছেন, করছেন। তাই দিদির জন্যও গাইব এক গান, হৃদমাঝারে রাখব, দিদিকে ছেড়ে দেব না।