কলকাতা ও নয়াদিল্লি:  নোবেল-তদন্ত ফের শুরু করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মামলার নথি-তথ্যপ্রমাণ চাওয়া হবে সিবিআইয়ের কাছে।
বারো বছর বাদে হঠাৎই বৃহস্পতিবার রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির তদন্ত শুরু করতে আগ্রহ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী হঠাৎই এই মন্তব্য করেননি। এটা একেবারে সুচিন্তিত সিদ্ধান্ত। এক-দেড়মাস ধরে প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
নবান্ন সূত্রে খবর,  প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, রাজ্য সরকার নোবেল চুরির তদন্ত করবে। সেই মতো মুখ্যমন্ত্রী আমলাদের সঙ্গে কথা বলেছেন। সিবিআইয়ের সঙ্গে রাজ্যের কথাবার্তার প্রক্রিয়াও শুরু হয়েছে।
নবান্ন সূত্রে আরও খবর, রাজ্যের তরফে সিবিআইকে চিঠি দিয়ে জানতে চাওয়া হবে, নোবেল চুরির তদন্তে এখনও পর্যন্ত তারা কী কী তথ্য বা সূত্র পেয়েছে। রাজ্য সরকারের এই তদন্তের সিদ্ধান্তে বিশ্বভারতী কর্তৃপক্ষ বেজায় খুশি।
নবান্ন সূত্রে খবর, গত বছরের ডিসেম্বর মাসেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নোবেল চুরির তদন্ত করতে চেয়ে প্রধানমন্ত্রীর দফতরের অধীনস্থ কর্মীবর্গ মন্ত্রককে চিঠি দেয়। কিন্তু, আট মাস কেটে গেলেও কোনও উত্তর আসেনি। এবার তাই এনিয়ে নতুন করে তোড়জোড় শুরু করেছেন মুখ্যমন্ত্রী।
বিরোধীরা অবশ্য এখনই তদন্তের সাফল্য নিয়ে আশাবাদী নয়। উল্ট তারা তীব্র কটাক্ষ ছুড়ে দিচ্ছে। সব মিলিয়ে কবিগুরুর নোবেল চুরির এক দশক পর নিস্তরঙ্গ তদন্ত প্রক্রিয়ায় ফের যে একবার ঢেউ উঠতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।