কলকাতা: ফের আদালতে ভর্ৎসিত রাজ্য সরকার! এবার সরকারি স্কুলের জমি জবরদখল মামলায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।
আগেই নদিয়ার থানারপাড়ার গঙ্গা স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের জমি জবরদখলমুক্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু, এখনও সেই নির্দেশ পালন না হওয়ায় শুক্রবার পূর্ত দফতরকে তীব্র ভর্তসনা করে প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর বলেন, সরকারি সম্পত্তি রক্ষা করতে না পারলে, চেয়ার আগলে বসে আছেন কেন? আপনাদের আধিকারিকরা জবরদখলকারীদের কাছ থেকে টাকা নিয়েছেন। সেজন্যই আপনাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জবরদখলকারীদের হঠাতে উৎসাহ দেখাচ্ছে না।
এখানেই থামেননি হাইকোর্টের প্রধান বিচারপতি। তীব্র ক্ষোভপ্রকাশ করে তিনি আরও বলেন, এভাবে স্কুলের জমি দখল হয়ে যাওয়ায় আমি অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত। আপনাদের অনেক সময় দেওয়া হয়েছে। আর সময় দেব না। অপরাধীদের খুঁজে বের করুন। মামলাকারীর উচিত সুপ্রিম কোর্টে যাওয়া। সর্বোচ্চ আদালত জানুক, এখানে কী চলছে।
এরপরই প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, আগামী সোমবারের মধ্যে সমস্ত জবরদখলকারীদের সরাতে হবে। আইনশৃঙ্খলার যাতে অবনিত না হয়, সেজন্য পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়েন করতে হবে নদিয়ার পুলিশ সুপারকে।
নদিয়ার থানারপাড়ার গঙ্গা স্মৃতি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া স্কুলেরই একটি জমি অসাধু ব্যবসায়ীরা জবর দখল করে রেখেছেন বলে অভিযোগ। ২০১৪ সালে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলাতেই এই নির্দেশ আদালতের।