উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ১৭টি সোনার বিস্কুট সহ পুলিশের জালে রাজেশ মণ্ডল নামে এক যুবক।  গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে চাঁদপাড়া স্টেশনের কাছ থেকে অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হওয়া ১৭টি সোনার বিস্কুটের বাজার মূল্য প্রায় ৮১ লক্ষ টাকা। পুলিশের প্রাথমিক অনুমান,বাংলাদেশ থেকে এই সোনার বিস্কুটগুলি পাচার হয়ে প্রথমে বনগাঁয় পৌঁছয়। সেখানে নান্টু নামে এক যুবকের কাছ থেকে সোনার বিস্কুটগুলি নিয়ে কলকাতায় পাচার করার লক্ষ্য ছিল ধৃত রাজেশের। কিন্তু, তার আগেই তাকে হাতেনাতে গ্রেফতার করে ফেলে পুলিশ। এই চক্রের অন্যান্যদের খোঁজেও চলছে তল্লাশি।