মদের আসরে বচসা, ৩০ টাকার জন্য বন্ধুকে পিটিয়ে খুন যুবকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Sep 2020 04:23 PM (IST)
মদের আসরে বচসার জের। ৩০ টাকার জন্য বন্ধুকে পিটিয়ে মারার অভিযোগ। পূর্ব বর্ধমানের হটুদেওয়ান এলাকার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত।
পূর্ব বর্ধমান: মদের আসরে বচসার জের। ৩০ টাকার জন্য বন্ধুকে পিটিয়ে মারার অভিযোগ। পূর্ব বর্ধমানের হটুদেওয়ান এলাকার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। স্থানীয় সূত্রে খবর, গতকাল মদের আসরে বন্ধু ইসরাফিল শেখের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বছর পঁয়ত্রিশের শেখ বাদশা। অভিযোগ, ৩০ টাকার জন্য তাঁকে বাঁশ দিয়ে পেটাতে শুরু করেন ইসরাফিল। গুরুতর জখম যুবককে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। খুনের অভিযোগে শেখ বাদশার বন্ধু ইসরাফিলকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। পাওনা টাকার জন্য নাকি অন্য কোন কারণে খুন খতিয়ে দেখা হচ্ছে।