হাওড়া: শ্যালিকার উপর অ্যাসিড হামলার অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়া খলিসানি পূর্ব পাড়ায়। পরিবার সূত্রে খবর, শ্যামপুরের এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল ওই তরুণীর। আগামী সোমবার বিয়ের দিন স্থির হয়। অভিযোগ, বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও জামাইবাবু শেখ সরিফুল মাল ওই তরুণীকে উত্যক্ত করত। এমনকি বিয়ের প্রস্তাবও দেয়। তরুণী রাজি না হওয়ায় গতকাল রাতে জামাইবাবু জানালা দিয়ে ঘুমন্ত শ্যালিকাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে বলে অভিযোগ। মুখের একাংশ, ঘাড়, পিঠ ঝলসে যায় ওই তরুণীর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উলুবেড়িয়া থানায় দায়ের হয়েছে অভিযোগ। অভিযুক্ত পলাতক।