ঝিলম করঞ্জাই, কলকাতা: উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও প্রচুর শিশু জ্বরে আক্রান্ত। কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি ৬ শিশুর মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক। সূত্রের খবর, অধিকাংশ শিশুই আর এস ভাইরাসে আক্রান্ত। প্রচণ্ড সংক্রামক এই ভাইরাসের জাল থেকে মুক্তি পেতে অভিভাবকদেরও সতর্ক করছেন বিশেষজ্ঞরা।


উত্তরবঙ্গে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপের কারণ হিসেবে উঠে এসেছে অজানা ভাইরাসের কথা! যে ভাইরাসকে দ্রুত চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য দফতর। এরই মধ্যে, উদ্বেগ বাড়িয়ে, দক্ষিণবঙ্গেও শিশুদের মধ্যে দেখা দিয়েছে জ্বরের প্রকোপ। সরকারি ও বেসরকারি হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা। খাস কলকাতা মেডিক্যাল কলেজেই, জ্বরে আক্রান্ত শিশুদের মধ্যে ৬ জন ICU-তে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক। ৪ জনকেই রাখা হয়েছে ভেন্টিলেশনে।


আরও পড়ুন: বাড়ছে উদ্বেগ, জ্বর সহ একাধিক উপসর্গ নিয়ে শিলিগুড়ির হাসপাতালে ভর্তি ৭০ শিশু


মেডিক্যাল কলেজ সূত্রের খবর, অধিকাংশ শিশুই R S VIRUS-এ আক্রান্ত। আক্রান্ত শিশুদের লালার নমুনা পরীক্ষা করা হচ্ছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং কলকাতা মেডিক্যাল কলেজে। চিকিৎসকদের মতে,  R S ভাইরাস প্রচণ্ড সংক্রামক। জ্বরের পাশাপাশি শ্বাসনালীতে প্রদাহ, ফুসফুসে সংক্রমণ থেকে ধীরে ধীরে শিশুদের শরীরে জটিলতা বাড়িয়ে দেয়। অন্যান্য অঙ্গকেও প্রভাবিত করে।


কলকাতা মেডিক্যাল কলেজের শিশু চিকিৎসক দিব্যেন্দু রায় চৌধুরী  বলেন, এই ভাইরাস শীতকালে হওয়ার প্রকোপ থাকত, এটা মিউটেড হয়ে এখনকার আবহাওয়ায় সংক্রমণ বাড়াচ্ছে। শুধু কলকাতা মেডিক্যাল কলেজই নয়, শহরের বেসরকারি হাসপাতালেও জ্বরে আক্রান্ত অনেক শিশু চিকিৎসাধীন। চিকিৎসক সুমিতা সাহার কথায়, “জ্বরে আক্রান্ত অনেকে আসছে। গত ১-২ সপ্তাহে বেড়েছে, সবাইকে ভর্তি করতে হচ্ছে না।  কোভিডের সঙ্গে এই সিমটমস মেলে। যারা ভর্তি হচ্ছে, এই টেস্ট সবার করা হচ্ছে। এই পরীক্ষাগুলি ব্যয়বহুল।’’


কলকাতায় মেডিক্যালে বাড়ছে জ্বরে আক্রান্তদের, অভিভাবকদের কাছ থেকেই সংক্রমিত হচ্ছে শিশুরা। বাড়িতেও অভিভাবকদের মাস্ক পরে থাকার পরামর্শ দিচ্ছেন তাঁরা। শুধু তাই নয় যে কোনও রকম ভিড় এড়ানো এবং নিয়ম করে হাত ধোওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।


আরও পড়ুন: সারাদিনে কতটা জল? বেশি জল খেলে কি বিপদ? আলোচনায় ডা. শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়