দক্ষিণ দিনাজপুর: ফের দিল্লি গণধর্ষণকাণ্ডে ছায়া! এবার দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডীতে। পাশবিক নির্যাতনের পর হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নির্যাতিতা।
পুলিশ সূত্রে খবর, শিবপুজো উপলক্ষ্যে রবিবার রাতে বাড়ির কাছেই মন্দিরে গিয়েছিলেন, বছর আঠাশের মানসিক ভারসাম্যহীন ওই আদিবাসী তরুণী।
অভিযোগ, প্রসাদ খাওয়ার পর তরুণীকে মন্দির থেকে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। মন্দিরের কাছেই একটি কালভার্টের নীচে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, তরুণীর ওপর নির্মম অত্যাচার চালায় দুষ্কৃতীরা।
রবিবার রাতেই তরুণীকে উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, নির্যাতিতার অস্ত্রোপচার হয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক।
গণধর্ষণের মামলা রুজু করে তদন্তে নেমেছে কুশমণ্ডী থানার পুলিশ।
দক্ষিণ দিনাজপুরে মানসিক ভারসাম্যহীন আদিবাসী তরুণীকে 'গণধর্ষণ', 'পাশবিক অত্যাচার', সঙ্কটজনক নির্যাতিতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Feb 2018 05:13 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -