সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: অক্সিজেন প্ল্যান্ট তৈরির আগেই পুরুলিয়ায় কোভিড হাসপাতাল থেকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ। পুরুলিয়ার হাতোয়াড়া কোভিড হাসপাতালে তৈরি হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট। কাজ প্রায় শেষের মুখে। অভিযোগ, এর মধ্যে বৃহস্পতিবার হাসপাতাল থেকে চুরি হয় প্ল্যান্ট তৈরির সামগ্রী। এনিয়ে পুরুলিয়া মফস্বল থানায় অভিযোগ দায়ের হয়েছে। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কীভাবে হাসপাতাল চত্বর থেকে চুরি হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।


দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরই, গোদের উপর বিষফোঁড়ার মতো দেখা দিয়েছিল অক্সিজেনের সঙ্কট। দেশজুড়ে বহু হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগও উঠেছে। এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে করোনাকালে আক্রান্তদের জীবন বাঁচাতে অক্সিজেন প্ল্য়ান্ট তৈরির উদ্যোগ নিয়েছে একাধিক রাজ্যএই উদ্যোগে সামিল হয়েছে এরাজ্যও। অক্সিজেনের সঙ্কট মেটাতে রাজ্যের শতাধিক সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে অক্সিজেন প্লান্ট বসানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার। কিন্তু এর মধ্যেই ঘটে গেল বিপত্তি। পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতাল চত্বরে নির্মীয়মাণ অক্সিজেন প্লান্টের যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠল। সদর হাসপাতালের অধীনস্ত, হাতোয়াড়া কোভিড হাসপাতালের অক্সিজেন প্লান্টের প্রায় ৪ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরি গেছে বলে পুরুলিয়া মফস্বল থানায় অভিযোগ জানিয়েছে ঠিকাদার সংস্থা।


ঠিকাদার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ দিন আগে কাজ শুরু হয়েছিল। তামার পাইপ সহ একাধিক সরঞ্জাম চুরি হয়েছে। সব মিলিয়ে প্রায় আড়াই থেকে ৩ লক্ষ টাকার সরঞ্জাম চুরি হয়েছে। পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার বলেন, একটা ঘটনা ঘটেছে, তবে হাসপাতালের কিছু চুরি যায়নি। ঠিকাদার সংস্থার তরফ থেকে থানায় অভিযোগ জানিয়েছে, পুলিশ তদন্ত করছে। চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এপ্রসঙ্গে হাসপাতালের সুপার জানিয়েছেন, তাঁর কাছে কোনও চুরির অভিযোগ জমা পড়েনি। গতকাল, রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, পুরুলিয়ায় এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৬১, মৃতের সংখ্যা ১১২। করোনাক জয় করে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৯৩ জন। মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫৬।