ডায়মণ্ডহারবার লোকালে চেন-মোবাইল ছিনতাইয়ে বাধা, লোহার রড মেরে যাত্রীর মাথা ফাটিয়ে চম্পট দুষ্কৃতির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Feb 2018 11:08 AM (IST)
NEXT
PREV
ডায়মণ্ডহারবার: শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মণ্ডহারবার লোকালে ট্রেনের মধ্যে ছিনতাইয়ে বাধা দেওয়ায় যাত্রীকে মারধর। লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ডায়মণ্ডহারবার মহকুমা হাসপাতালে ভর্তি ওই যাত্রী। ডায়মণ্ডহারবারের মাধবপুরের বাসিন্দা শান্তনু গায়েন গতকাল শেষ ট্রেনে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, ট্রেন গুরুদাসনগর স্টেশন ছাড়ানোর পরেই ফাঁকা ট্রেনে যাত্রীর গলার সোনার চেন ও মোবাইলটি কেড়ে নেওয়ার চেষ্টা করে যাত্রী সেজে থাকা ওই দুষ্কৃতী। বাধা দেওয়ায় যাত্রীকে মারধরও করা হয়। ইতিমধ্যে ট্রেন ডায়মণ্ডহারবার স্টেশনে পৌঁছে যাওয়ায় ওই দুষ্কৃতী পালিয়ে যায়। ডায়মণ্ডহারবার জিআরপি-তে অভিযোগ দায়ের হয়েছে।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -