হুগলিতে অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে তরুণীকে ম্যাটাডোরে পিষে খুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jun 2016 04:06 AM (IST)
NEXT
PREV
হুগলি :হুগলির পোলবায় কর্মস্থল থেকে ফেরার পথে তরুণীকে ম্যাটাডোরে তুলে অপহরণের চেষ্টার অভিযোগ৷ পালাতে গেলে ম্যাটাডোরের ধাক্কায় তরুণীর মৃত্যু৷ তরুণীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত তাঁর বান্ধবী৷ তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ কাজ শেষে বাড়ি ফিরছিলেন কয়েকজন তরুণী৷ সেই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ম্যাটাডোর থেকে নেমে কয়েকজন ওই তরুণীকে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ৷ তরুণী পালাতে চেষ্টা করলে তাঁকে পিষে দিয়ে চলে যায় ম্যাটাডোরটি৷ অভিযুক্তরা পলাতক৷ ঘটনায় প্রশ্নের মুখে এলাকার নিরাপত্তা৷
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -