বদলে দেওয়ার টোপ দিয়ে অচল নোটে ৫১ লক্ষ টাকা হাতিয়ে গ্রেফতার পাঁচ
ABP Ananda, web desk | 03 Mar 2017 12:42 PM (IST)
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে নোট বদলের টোপ দিয়ে ৫১ লক্ষ টাকার অচল নোট হাতিয়ে নেওয়ার অভিযোগ। গ্রেফতার ৫। পুলিশ সূত্রে খবর, বাগুইআটির চার বাসিন্দা অচল নোট বদলের জন্য নোদাখালির দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে। অভিযোগ, অচল নোট বদলাতে নোদাখালিতে এলে এই চারজনকে বেশ কয়েকজনকে ঘিরে ধরে, ৫১ লক্ষ টাকার অচল নোট হাতিয়ে নেয়। নোদাখালি থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে এলাকা থেকেই ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ৫১ লক্ষ টাকার অচল নোট কোথা থেকে এল, তা জানতে চার অভিযোগকারীকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।