কলকাতা: নিউটাউন পর্ন চক্রে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃত সৌভিক মুখোপাধ্যায় মডেল কোঅর্ডিনেটরের কাজ করতেন। অভিযোগ, মডেলদের সঙ্গে কথা বলে রাজি করানো, এরপর তাঁদের ফোটোশ্যুটের নাম করে তাঁদের নিয়ে এসে আপত্তিকর ছবি তোলা, ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সৌভিক। এ নিয়ে নিউটাউন পর্ন চক্রে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। 


কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে কেউটে। নিউটাউন পর্ন চক্রে এর আগে গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। এবার গ্রেফতার করা হল সৌভিক মুখোপাধ্যায়কে। পুলিশ সূত্রে দাবি, এই সৌভিকই মডেল কোঅর্ডিনেটরের কাজ করতেন। গত ২৬ জুলাই, নিউটাউনের এক হোটেলে তাঁকে ডেকে নিয়ে গিয়ে পর্নশ্যুটের অভিযোগ করেন এক তরুণী। তাঁর অভিযোগের প্রেক্ষিতে এখনও অবধি গ্রেফতার করা হয়েছে এই ৫ জনকে। 


অভিযোগকারিণীর দাবি, অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার অ্যাপে নিউটাউনে শ্যুট করা পর্ন আপলোড করা হয়েছে। এই সূত্রেই রাজ কুন্দ্রা ও বলিউডের পর্ন চক্রের সঙ্গে নিউটাউনের যোগসূত্র উঠে এসেছে। সেই যোগসূত্র কতটা গভীর, কতদিনের যোগাযোগ, এ সবই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 


এরই মধ্যে মঙ্গলবার রাতে নিউটাউন থানার পুলিশ বেলেঘাটার চাউলপট্টি এলাকা থেকে গ্রেফতার করেছে সৌভিক মুখোপাধ্যায়কে। পুলিশ সূত্রে আরও দাবি, মডেল কোঅর্ডিনেটর হিসেবে সৌভিকই পর্ন শ্যুটের জন্য বিভিন্ন মডেলের সঙ্গে যোগাযোগ করতেন। পুলিশ জানিয়েছে, এর আগে পর্ন ভিডিওর পরিচালক নন্দিতা দত্ত ও মৈনাক ঘোষকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতার হয়েছেন ফটোগ্রাফার শুভঙ্কর দে, মডেল স্নেহাশিস বল-কে।  


নিউটাউন পর্নকাণ্ডে টাকার উত্‍স সম্পর্কে এখন খোঁজ নিচ্ছে পুলিশ । পুলিশ সূত্রে খবর, কারা পর্ন শ্যুটের টাকা জোগাত? পর্ন শ্যুটের পর কোথায় তা বিক্রি করা হত? লেনদেন করতেন কারা? এখনও পর্যন্ত কতজন মডেলকে নিয়ে পর্ন শ্যুট করা হয়েছে, এ সবই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।