রথের মেলায় শ্লীলতাহানি, দুই তরুণীকে মার, গ্রেফতার বিএসএফ কর্মী
web desk, ABP Ananda | 07 Jul 2016 07:43 AM (IST)
হাবরা: রথের মেলায় শ্লীলতাহানির প্রতিবাদ করায় দুই তরুণীকে মারধরের অভিযোগ।গ্রেফতার এক বিএসএফ কর্মী-সহ দুই অভিযুক্ত। গতকাল রথের মেলায় যান দুই তরুণী। অভিযোগ, মেলার মাঠেই বিএসএফ কর্মী তপন অধিকারী ও তার সঙ্গী সুরজিৎ রায় তাঁদের শ্লীলতাহানি করে। প্রতিবাদ করায় তারা এক তরুণীকে মারধর ও আর একজনকে চড় মারে বলে অভিযোগ। এরপর তরুণীদের চিত্কারে ছুটে আসেন পুলিশকর্মীরা। গ্রেফতার হয় দুই অভিযুক্ত।