পশ্চিম মেদিনীপুর: বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগে যুগলকে খুঁটিতে বেঁধে মার স্থানীয়দের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার বগশ্বরপুরে এই ঘটনা ঘটেছে। স্থানীয়ের দাবি, এলাকার বাসিন্দা এক মহিলার সঙ্গে ডালিমবাড়ির বাসিন্দা এক যুবকের বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। মহিলার স্বামী কাজে বেরিয়ে গেলেই বাড়িতে আসতেন ওই যুবক।

গ্রামবাসীদের দাবি, সোমবার সকালে দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখেন তাঁরা। এরপরই যুগলকে বের করে এনে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখেন স্থানীয়রা।  মারধরও করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অনেকে অবশ্য এই ঘটনার কথা শুনে বলছেন, এ তো নীতি পুলিশি! আইন হাতে তুলে নেওয়ার এই অধিকার গ্রামবাসীদের দিল কে? ওই মহিলাও দাবি করেছেন, যুবক তাঁর বন্ধু। দু’জনের মধ্যে কোনও বিবাহ বহির্ভূত সম্পর্ক নেই।