কলকাতা: স্বাস্থ্যক্ষেত্রে একঝাঁক নিয়োগ রাজ্যে। বিভিন্ন পদে সাড়ে আট হাজারেরও বেশি লোক নিয়োগের কথা জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (ডবলিউবিএইচআরবি)। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে মেডিকেল অফিসার, স্টাফ নার্স ও জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (জিডিএমও) পদে লোক নেওয়া হবে।
বিভিন্ন পদ মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৮৬৪৩। যার মধ্যে শুধু স্টাফ নার্স হিসেবে নেওয়া হবে ৬১১৪ জনকে। মেডিকেল অফিসার হিসেবে ১৩১৩ জন ও জেনারেল ডিউটি মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ করা হবে ১২০৭ জনকে।
একঝলকে যাবতীয় খুঁটিনাটি-
১) মেডিকেল অফিসার
শূন্যপদ-১৩১৩
২) স্টাফ নার্স
শূন্যপদ- ৬১১৪
৩) জেনারেল ডিউটি মেডিকেল অফিসার
শূন্যপদ-১২০৭
আবেদনের বিস্তারিত পাওয়া যাবে
wbhrb.in –তে
আবেদনের দিনক্ষণ-
গতকাল ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া
আবেদন করা যাবে ২০ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত।
যোগ্যতামান-
মেডিকেল অফিসার পদের জন্য-
ইন্ডিয়ান মেডিকাল কাউন্সিল অ্যাক্ট (১৯৫৬) প্রথম শিডিউল বা দ্বিতীয় শিডিউল বা তৃতীয় শিডিউলের দ্বিতীয় পার্টে এমবিবিএস ডিগ্রি। সঙ্গে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা রাজ্যের মেডিকেল কাউন্সিলের অন্তর্ভুক্ত কোনও জায়গায় প্র্যাকটিশানার।
বয়স- ২০২১ সালের ১ জানুয়ারিতে ৪০ বা তার মধ্যে।
স্টাফ নার্স পদের জন্য-
জেনারেল নার্সিং ও মিডওয়াইফারি বেসিং নার্সিং ট্রেনিং।
ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন।
বাংলা বা নেপালি ভাষায় লেখা ও বলার ক্ষমতা।
বয়স- ১৮ বছরের ঊর্ধ্বে ও ৩৯ বছরের নীচে। ১ জানুয়ারি ২০২১-র ভিত্তিতে।
জেনারেল ডিউটি মেডিকেল অফিসার-
ইন্ডিয়ান মেডিকাল কাউন্সিল অ্যাক্ট (১৯৫৬) প্রথম শিডিউল বা দ্বিতীয় শিডিউল বা তৃতীয় শিডিউলের দ্বিতীয় পার্টে এমবিবিএস ডিগ্রি। সঙ্গে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা রাজ্যের মেডিকেল কাউন্সিলের অন্তর্ভুক্ত কোনও জায়গায় প্র্যাকটিশানার।
সঙ্গে মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন।
বয়স- ২০২১-র ১ জানুয়ারিতে ৩৬-র মধ্যে। পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে ৪০ পর্যন্ত। অভিজ্ঞতার ভিত্তিতে আরও দুবছর পর্যন্ত বাড়তে পারে বয়সের মেয়াদ।
বিশেষ দ্রষ্টব্য: চাকরি সংক্রান্ত অফিশিয়াল বিজ্ঞপ্তির দিকে সবসময় নজর রাখুন। সরকারি ওয়েবসাইট ফলো করুন।
Education Loan Information:
Calculate Education Loan EMI