হাওড়া: পরীক্ষার আগে ফেসবুকে সময় কাটাতে নিষেধ করেন মা। স্রেফ এই কারণে মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রী আত্মঘাতী হল। হাওড়ার শ্যামপুরের কল্যাণী বটতলা গ্রামে ঘটনাটি ঘটেছে।

গতকাল রাতে বাড়ির চিলেকোঠার ঘর থেকে উদ্ধার হয় রীতিকা বেরা নামে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ। পরিবার জানিয়েছে, টেস্টে খুব ভাল ফল করে রীতিকা। কিন্তু মাধ্যমিক পরীক্ষার আগে ফেসবুকে সময় কাটানো নিয়ে গতকাল মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। বকাবকি করেন মা। এরপরই পড়ার নাম করে চিলেকোঠার ঘরে গিয়ে অভিমানে আত্মঘাতী হয় ১৬ বছরের ওই কিশোরী।