লিলুয়া: লিলুয়ায় মা-ছেলের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। দুর্ঘটনা, আত্মহত্যা না কি খুন? সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
নিখোঁজ স্বামী। বাড়ির একতলা ভাড়া দিয়ে কোনওরকমে সংসার চালাতেন বছর বিয়াল্লিশের মিতা চন্দ। শুক্রবার সকালে লিলুয়ার চকপাড়া কালীতলার একটি দোতলা বাড়ি থেকে মিতা চন্দ ও তাঁর সাত বছরের ছেলে মৈনাক চন্দের অগ্নিদগ্ধ দেহ মেলে।
কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা। নিছকই দুর্ঘটনা? আত্মহত্যা? নাকি খুন?
বাড়ির নীচেই ভাড়া থাকে একটি পরিবার। আশপাশেও অনেক লোকের বাস। কিন্তু, ঘটনা ঘটার সময় তারা কেন কিছুই টের পেল না? ঘনীভূত রহস্য। পুলিশ সূত্রে খবর,
মৃতার স্বামী জয়নারায়ণ চন্দ একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার এজেন্ট ছিলেন। টাকা ফেরত না পেয়ে চাপ দিতেন আমানতকারীরা। এর মাঝেই বছর সাতেক আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি।
তাহলে মা-ছেলের মৃত্যুর সঙ্গে এর কোনও যোগ রয়েছে? নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
লিলুয়ায় মা-ছেলের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, খুন, আত্মহত্যা না দুর্ঘটনা, তদন্তে পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Sep 2017 03:32 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -