মহম্মদবাজারে ‘অনার কিলিং’-এর ছায়া? ২ বোন খুনে মামা গ্রেফতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jun 2016 03:43 AM (IST)
মহম্মদবাজার: বীরভূমের মহম্মদবাজারে দুই বোনকে গলা কেটে খুনের ঘটনায় ‘অনার কিলিং’-এর ছায়া। মৃত দুই নাবালিকার মামা রামপ্রসাদ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে, বড় বোন সুস্মিতার সঙ্গে নিম্নবর্ণের একটি ছেলের প্রেম নিয়ে সে আপত্তি জানায়। বচসার সময় পাল্টা মায়ের বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে সুস্মিতা। এরপরই রেগে গিয়ে সুস্মিতাকে বঁটি দিয়ে কুপিয়ে খুন করে মামা। সেই ঘটনা দেখে ফেলায় খুন করা হয় ছোট বোন পুষ্পিতাকেও। গোড়া থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিল মামা রামপ্রসাদ। শনিবার তাকে সিউড়ি হাসপাতাল চত্বর থেকে আটক করে পুলিশ।রবিবার মহম্মদবাজার থানায় শ্যালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দুই নাবালিকার বাবা দেবাশিস সাধু। অভিযোগে তিনি জানান, তাঁর সম্পত্তির ওপর শ্যালকের লোভ ছিল। এরপরই রামপ্রসাদকে গ্রেফতার করা হয়।