কলকাতা: আজ হচ্ছে না রাজ্যে পুরভোটের (Municipal Election) দিন ঘোষণা। রাজভবন-কমিশন বৈঠকের পরেই পটভূমিকায় বদল। সূত্রের খবর, একসঙ্গে সব পুরসভায় ভোট চান রাজ্যপাল (Governor Jagdeep Dhankar)। আগামীকাল হাইকোর্টে (Calcutta High Court) মামলার শুনানির পরে দিন ঘোষণার সম্ভাবনা। প্রায় ১ ঘণ্টা রাজ্যপালের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারের বৈঠকের পরই সিদ্ধান্ত।
মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। সূত্রের খবর, কেন শুধু কলকাতা ও হাওড়ার পুরভোট, বকেয়া বাকি পুরসভাগুলির ভোট কেন একসঙ্গে করানো হচ্ছে না? তা জানতে চান রাজ্যপাল। যেখানে ভোট বাকি রয়েছে, সেখানে দ্রুত ভোট করানোর পরামর্শ দিয়েছেন তিনি। এদিন রাজ্যপাল-কমিশনের বৈঠকের পরে ট্যুইট করেন জগদীপ ধনকড়। "নিরপেক্ষভাবে কাজ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। রাজ্য নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে হবে। জাতীয় নির্বাচন কমিশনের মতোই ক্ষমতা আছে রাজ্য নির্বাচন কমিশনের।''
পুরভোটের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক তরজা চলছেই। এবার এরমধ্যে ঢুকে পড়লেন রাজ্যপালও। রাজ্য সরকার চাইছে ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট হোক। কিন্তু, বিজেপি চাইছে বকেয়া সব পুরভোট একসঙ্গে হোক। এবার রাজ্যপালও বললেন, বকেয়া সব পুরসভার ভোট একসঙ্গে করা উচিত।প্রথমে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে মুখোমুখি বৈঠক। তারপর ট্যুইট বার্তা। আর ট্যুইটের পরই রাজ্য নির্বাচন কমিশনকে চিঠিও দেন তিনি। বারবার সাংবিধানিক দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিলেন রাজ্যপাল।
এপ্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, "আমরা চাই সুষ্ঠু ভোট, সবাই যেন ভোট দিতে পারে। ত্রিপুরার মতো পরিস্থিতি চাই না। এক দফা হলে ভাল, আমরা দফার থেকে বেশি জোর দিচ্ছি, যেন সুষ্ঠু ভোট হয়।'' সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ির (Shamik Lahiri) কথায়, "আমরাও চাই একসঙ্গে নির্বাচন। কেনও নির্বাচন হবে না। নিজের ভোট চাপ দিয়ে করিয়ে নিতে পারে। অন্য ভোটের সময় যত নাটক।''