সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে কোভিড চিকিত্‍সা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন।  বন্ধ করা হচ্ছে রাজ্যের বেশিরভাগ কোভিড হাসপাতাল ও সেফ হোম।  স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলা পিছু একটি বা দু’টি কোভিড হাসপাতাল বা ওয়ার্ড চালু রাখা হবে। বাকিগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।                            


করোনা রোগীদের জন্য চুক্তিভিত্তিক যে সব স্বেচ্ছাসেবক বা কর্মী নিয়োগ করা হয়েছিল, তাঁদেরও অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি জেলায় দু’একটি সেফ হোম রেখে বাকিগুলিকে বন্ধ করার কথাও বলা হয়েছে স্বাস্থ্য দফতরের নির্দেশিকায়।  করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলেই আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যভবন।                     


আরও পড়ুন, 'হয় টিকা নিন, নয় মৃত্যুর জন্য প্রস্তুত হন', নাগরিকদের সতর্ক করল দেশ


এদিকে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় কমল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬১৫ জন। শেষ বুলেটিনের থেকে যা সামান্য কম। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৭২৭ জন। তবে রবিবারের তুলনায় সামান্য বেড়েছে মৃত্যু। রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত (Corona Affected) হয়ে মৃত্যু হয়েছিল ৭ জনের। তার আগের দিন এই সংখ্যাটা ছিল ১৫। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিত (Corona Affected) হয়ে প্রাণ হারালেন ১৯ হাজার ৩৯৭ জন।


গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৬১৫ জন আক্রান্ত হওয়ায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,১০,৪৬০। রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, এপর্যন্ত রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭,৯৪৫ জন। এই সময়ের মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৬৭৬ জন। মোট করোনামুক্তের সংখ্যা ১৫,৮৩,১১৮। ডিসচার্জ রেট ৯৮.৩০ শতাংশ।