রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) অন্যতম পর্যটনকেন্দ্র (Tourism) মতিঝিলের (Motijheel) দায়িত্ব গেল পর্যটন দফতরের (Tourism Department) হাতে। সার্কিট ট্যুরিজম-সহ নবাবের জেলাকে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তেলা হবে, জানালেন পর্যটন দফতরের প্রধান সচিব।
ভাগীরথীর পাড়ে নবাবের শহর। এখন আর রাজতন্ত্র নেই। তবে মুর্শিদাবাদকে (Murshidabad) জড়িয়ে রয়েছে হাজারো গল্প আর ইতিহাস। বুধবার, মুর্শিদাবাদের (Murshidabad) অন্যতম পর্যটন কেন্দ্র (Tourism Spot) মতিঝিলের দায়িত্ব নিল পর্যটন দফতর। এখানকার, বহু পুরনো অশ্বক্ষুরাকৃতি হ্রদকে সাজানোর চেষ্টা চলছে কয়েক বছর ধরেই। এতদিন, জেলাপ্রশাসনের নজরদারিতে এটির দেখভাল করত একটি বেসরকারি সংস্থা।
বুধবার আনুষ্ঠানিকভাবে এই পর্যটনস্থলের দায়িত্ব পর্যটন দফতরের সচিবের হাতে তুলে দিলেন জেলাশাসক। পর্যটন দফতরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী জানিয়েছেন, সার্কিট ট্যুরিজম (Circuit Tourism)। পথসাথীতে জোর দেব। পর্যটক টানতে ভাবনা কী বলেছেন পাশাপাশি ওয়াসিফ মনজিল-ও পিপিপি মডেলে সংস্কার ও সাজানোর ভাবনা রয়েছে। এদিন হাজার দুয়ারি-সহ একাধিক ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন পর্যটন দফতরের সচিব।
উল্লেখ্য পাহাড়ে পর্যটনের বিকাশে গ্রামবাসীদের উদ্যোগ। কালিম্পংয়ের (Kalimpong) সামথার গ্রামে নিজেদের উদ্যোগে লেক সংস্কার করলেন এলাকার বাসিন্দারা। সামথার লেককে পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তোলার কাজে সাহায্যের আশ্বাস দেন স্থানীয় বিধায়ক।
নির্জন পাহাড়ি গ্রামে শান্ত এক লেক। তার মাথার ওপরে নীল আকাশ। আর সেই আকাশের বুকে জেগে রয়েছে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা। লেকের জলে ঝলমল করছে পাহাড় আর গাছের প্রতিবিম্ব। এককথায় মনোরম দৃশ্য কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম সামথারের (Samthar)। পাহাড়ের পর্যটনে অফবিট ডেস্টিনেশন হিসেবে এখন বেশ পরিচিত এই নাম। সামথারকে আরও আকর্ষণীয় করে তুলতে, পাহাড়ি গ্রামের বাসিন্দারা নিজেরাই প্রাকৃতিক লেক সংস্কারের উদ্যোগ নিয়েছেন, যাতে আরও বেশি করে পর্যটকদের আনা যায়। গ্রামবাসীদের উদ্যোগে খুশি স্থানীয় বিধায়ক রুদেন লেপচা। সামথার লেককে পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তোলার কাজে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।