কলকাতা ও শিলিগুড়ি: শুক্রবার পর্যন্ত হাওড়া-শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন্ত পর্যন্ত সমস্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। কিন্তু, আশার আলো জাগিয়ে বৃহস্পতিবার থেকে ফের চালু কলকাতা-শিলিগুড়ি বাস পরিষেবা।
জলের নীচে রেললাইন। ভেসে গেছে সেতু। রাস্তাও জলের তলায়। এই পরিস্থিতিতে সড়ক এবং রেলপথে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এখন যা পরিস্থিতি তাতে শুক্রবার পর্যন্ত কোনওভাবেই শিয়ালদা-হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেন চালানো সম্ভব নয় বলে জানিয়ে দিল পূর্ব রেল।
শিলিগুড়ি ফিরতে না পেরে শিয়ালদা স্টেশনের বাইরে পড়ে থাকতে হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার অসংখ্য যাত্রীকে। এই পরিস্থিতিতে অতিরিক্ত যাত্রীচাপ কমাতে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালদা ও মালদা টাউন স্টেশনের মধ্যে ৪ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
ট্রেনগুলি শিয়ালদা থেকে ছাড়বে রাত সোয়া ১১টায়। মালদা টাউন পৌঁছবে ভোর ৫.৫০-এ। অন্যদিকে, মালদা থেকে ট্রেন ছাড়বে রাত ১১টায়। শিয়ালদা পৌঁছবে সকাল ৬টায়।
এদিকে, লাগাতার বৃষ্টির জেরে কয়েকদিন শিলিগুড়ি-কলকাতা বাস পরিষেবা বন্ধ থাকলেও বৃহস্পতিবার থেকে তা ফের চালু হচ্ছে। এপ্রসঙ্গে এনবিএসটিসি-র চিফ ইন্সপেক্টর অনিল অধিকারী বলেন, পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার মধ্যে ৩৪ জোড়া সরকারি বাসের পাশাপাশি ৪টি বেসরকারি বাস চালানোরও সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর।
উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে অতিরিক্ত ৩০ থেকে ৩৫টি বাস চালানো হবে বলেও জানিয়েছেন পরিবহণমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, যাত্রী চাপ কমাতে বেসরকারি বাসগুলিকেও টেম্পুরারি পারমিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়া সিদ্ধান্তে অন্তত সড়কপথে বাড়ি ফেরার আশায় বুক বাধছেন বহু মানুষ।