শিলিগুড়ি: বানভাসি উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গ থেকেও যেতে পারছে না কোনও গাড়ি। শিলিগুড়ির পাইকারি বাজারে ফল-সব্জির আকাশছোঁয়া দাম।
একদিকে, অতিবৃষ্টিতে জলমগ্ন বিঘার পর বিঘা জমি। অন্যদিকে, সড়ক ও রেলপথে দক্ষিণের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। যেতে পারছে না কোনও গাড়ি। যার জেরে উত্তরবঙ্গে আকাশছোঁয়া ফল ও সব্জির দাম।
শিলিগুড়ির পাইকারি বাজারে এক কেজি টম্যাটোর দাম ৭০ থেকে ৮০ টাকা। খুচরো বাজারে বিকোচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। পাইকারি বাজারে কেজিপ্রতি কাঁচা লঙ্কার দাম ৮০ থেকে ১০০ টাকা। খুচরো বাজারে দাম ১৬০ থেকে ২০০ টাকা। পাইকারি বাজারে কেজিতে পেঁয়াজের দাম ৩০ টাকা, খুচরো বাজারে দাম ৪০-৫০ টাকা। পটল এক কেজি ৬০টাকা, বেগুন ৮০ টাকা, করলা ১০০ টাকা, ঝিঙে ৬০ টাকা প্রতি কেজি।
পাশাপাশি, শিলিগুড়িতে সব ফলের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ। ব্যবসায়ীদের বক্তব্য, দাম বেশি হলেও জিনিসপত্র এখনও মিলছে। কিন্তু যা পরিস্থিতি, তাতে আর ক’দিন ফল-সব্জি মিলবে, তা নিয়ে উত্তরবঙ্গ জুড়ে দেখা দিয়েছে চূড়ান্ত সংশয়।
শিলিগুড়ির এই পাইকারি বাজার হয়ে ফল-সব্জি যায় সিকিম-অসমেও। উত্তরবঙ্গে বৃষ্টি বিপর্যয়ের জেরে উদ্বেগ দেখা দিয়েছে সেই সব রাজ্যেও।