প্রদ্যুৎ সরকার, নদিয়া:  যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়াল নদিয়ায়। শনিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাতগাছি গ্রামে। এ দিন সকালে গ্রামের শেষ প্রান্তের একটি খালের ধারে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।


এর পরই খবর পৌঁছয় পুলিশের কাছে। জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম আশিক হালসানা। ভাতগাছি গ্রামের বাসিন্দা ছিলেন এই আশিক। এরপর খবর যায় যুবকের পরিবারের কাছেও। তাঁরা এসে মৃতদেহটি শনাক্ত করেছেন। পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের বুকে গভীর ক্ষত ছিল। প্রাথমিকভাবে অনুমান গুলির আঘাতেই মৃত্যু হয়েছে ওই যুবকের। 


মৃত আশিকের বোন জানিয়েছেন, 'গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় আশিক। এরপর আর ফিরে আসেনি সে। সকালে তাঁর মৃত্যুর খবর আসে।' তবে কে বা কার এই কাজ করেছে তা এখনও স্পষ্ট নয়।


স্থানীয় সূত্রে খবর, ভিনরাজ্যে কাজ করতেন তরুণ। গত বছর লকডাউনে গ্রামে ফেরেন। সম্প্রতি অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়ে পড়েন বলে স্থানীয় সূত্রে খবর। তাঁর সঙ্গে কারও পুরনো শত্রুতা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। 


শনিবার ডুমুরজলার হেলিপ্যাড থেকে কিছুটা দূরের ঝোপ থেকে উদ্ধার হয়েছে মানুষের খুলি ও হাড়গোড়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দালালপুকুর এলাকায়। 


পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলে হাওড়া পুরসভার কর্মীরা রাস্তার ধারে নর্দমা পরিষ্কার করার সময় ঝোপের মধ্যে মানুষের খুলি দেখতে পান। খবর দেওয়া হয় স্থানীয় চ্যাটার্জিহাট থানায়। পুলিশের উপস্থিতিতে ওই কর্মীরা আশপাশের জঙ্গল পরিষ্কার করলে বেশকিছু হাড়গোড় উদ্ধার হয়। 


এলাকার মানুষ জানিয়েছেন, ঘটনাস্থলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় তাঁদের সন্দেহ হয়। খুলি দেখতে পেয়ে তাঁরাই পুলিশকে খবর দেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মৃতদেহটি অনেকদিন ধরে ওই জায়গায় পড়েছিল। দেহে পচন ধরে খুলি ও হাড় বেরিয়ে পড়ে।


 এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কি ছড়িয়েছে।  চ্যাটার্জিহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন।