সুনীত হালদার, ডুমুরজলা (হাওড়া):  ডুমুরজলা হেলিপ্যাড থেকে কিছুটা দূরে ঝোপ থেকে উদ্ধার মানুষের খুলি ও হাড়গোড়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দালালপুকুর এলাকায়।


পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলে হাওড়া পুরসভার কর্মীরা রাস্তার ধারে নর্দমা পরিষ্কার করার সময় ঝোপের মধ্যে মানুষের খুলি দেখতে পান। 


খবর দেওয়া হয় স্থানীয় চ্যাটার্জিহাট থানায়। পুলিশের উপস্থিতিতে ওই কর্মীরা আশপাশের জঙ্গল পরিষ্কার করলে বেশকিছু হাড়গোড় উদ্ধার হয়। 


এলাকার মানুষ জানিয়েছেন, ঘটনাস্থলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় তাঁদের সন্দেহ হয়। খুলি দেখতে পেয়ে তাঁরাই পুলিশকে খবর দেন। 


প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মৃতদেহটি অনেকদিন ধরে ওই জায়গায় পড়েছিল। দেহে পচন ধরে খুলি ও হাড় বেরিয়ে পড়ে। 


এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।  চ্যাটার্জিহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।  ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন।


এখানে বলে দেওয়া যাক, গতমাসে কলকাতায় একটি পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে কঙ্কাল উদ্ধার হওয়ার ঘটনা ঘটে। 


উত্তর বন্দর থানা এলাকার স্ট্র্যান্ড রোডে অবস্থিত যে পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনা ঘটে, তা পোর্ট ট্রাস্টের হলেও সেটি ভাড়া দেওয়া হয়েছিল বেসরকারি সংস্থাকে।


পুলিশ জানিয়ছে, বেশ কিছুদিন ধরে ফাঁকাই পড়ে ছিল বাড়িটি। সম্প্রতি বৃষ্টির কারণে জল জমে যাওয়ায় কর্মীরা বাড়িটি পরিষ্কার করতে যান। তখনই দেখা যায়, ছাদে পড়ে রয়েছে একটি কঙ্কাল। 


কলকাতা বন্দর কর্তৃপক্ষের বক্তব্য, যে পাম্প হাউসের ছাদ থেকে কঙ্কালটি উদ্ধার হয়, তা ২০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। 


পোস্টমর্টেমে জানা যায় নরকঙ্কালটি পুরুষের। পুলিশ জানায়, নরকঙ্কালের অসিফিকেশন টেস্ট ও কেমিক্যাল পরীক্ষা হবে। এদিকে,  ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে কোনও রক্তের দাগ পাওয়া যায়নি। 
 
পাশেই একটি উঁচু জায়গা রয়েছে। পুলিশের অনুমান, সেখান থেকে পড়ে মৃত্যু হতে পারে। সেক্ষেত্রে ইন্টারনাল হ্যামারেজের জেরে মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।