নদিয়া: বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহের বশে স্ত্রীকে বিবস্ত্র করে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। স্থানীয় সূত্রে খবর, ১০ বছর আগে রানাঘাটের হবিবপুরের বছর আঠেরোর তরুণীর সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় শান্তিপুরের বাগআচড়ার বাসিন্দা বছর ৪২-এর পঙ্কজ শিকদারের।

তখন পঙ্কজ তাঁতি হিসেবে কাজ করতেন।

দুই সন্তানের জন্মের পর বছর চারেক আগে হোটেলের কাজ পেয়ে তিনি চলে যান বেঙ্গালুরু। অভিযোগ, এরপর থেকেই স্ত্রীকে তিনি সন্দেহ করতে শুরু করেন

যখনই বাড়ি ফিরতেন, তখনই বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীয়ের সঙ্গে তাঁর বচসা হত বলে অভিযোগ।

তবে এবার পরিস্থিতি চরমে ওঠে। পুজোর ছুটিতে শান্তিপুরে ফেরেন বছর বাহান্নর পঙ্কজ। বাড়িতে না উঠে, কয়েক দিন বন্ধুদের বাড়িতে রাত কাটান।

বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরতেই ফের স্ত্রীয়ের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। বচসা থেকে মারধর।

অভিযোগ স্ত্রীকে বিবস্ত্র করে রাস্তায় ফেলে মারধর শুরু করেন পঙ্কজ।

স্বামীর মারে স্ত্রীয়ের সারা গায়ে কালশিটে পড়ে যায়।

আক্রান্ত গৃহবধূকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত গৃহবধূর পরিবার।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত স্বামী পলাতক।